হিন্দমোটর: আরজি কর কাণ্ড তোলপাড় গোটা দেশ। প্রতিবাদের ঝড় উঠেছে দিকে দিকে৷ এর মাঝেই উঠে এল একাদশ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাটি হুগলি জেলার উত্তরপাড়া থানার অন্তর্গত হিন্দমোটর এলাকার। অভিযোগ, ফাঁকা ঘরে একা থাকার সুযোগ নিয়ে ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন গৃহ শিক্ষক৷ থানায় অভিযোগ জানানো হলে, গৃহশিক্ষককে গ্রেফতার করা হয়৷ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিন্দমোটর বিবি স্ট্রিটের বাসিন্দা দেবাশিস বন্দ্যোপাধ্যায় পেশায় গৃহ শিক্ষক। তিনি বায়োলজি পড়ান। বাড়িতে শতাধিক পড়ুয়া নিয়মিত তাঁর কাছে টিউশন নিতে আসে। দিন তিনেক আগের ঘটনা৷ বিকেল চারটে বাবার সঙ্গে পড়তে আসেন বালির নিশ্চিন্দারওই ছাত্রী৷ অভিযোগ, সেই সময় শিক্ষকের ঘরে একাই ছিলেন ওই ছাত্রী। সেই সুযোগেই তাঁর শ্লীলতাহানি করেন ওই গৃহশিক্ষক। বাড়ি ফিরে সব কথা পরিবারকে জানান তিনি৷ এর পর গত শনিবার ওই ছাত্রীর মা শিক্ষকের বাড়িতে যান৷ সেখানে আরও কিছু অভিভাবক তখন সেখানে ছিলেন। সকলের সামনেই শিক্ষককে কান ধরে উঠবস করানো হয় বলে খবর৷