পৈশাচিক! মদ খাইয়ে প্রকাশ্য রাস্তায় ‘ধর্ষণ’, ভাইরাল ভিডিয়ো

ভোপাল: আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা দেশ৷ দিকে দিকে প্রতিবাদের ঝড়৷ নির্যাতিতার বিচার চেয়ে পথে নেমেছে লক্ষ লক্ষ মানুষ৷ এরই মাঝে ফের উঠে এল নারী…

woman assaulted publicly

ভোপাল: আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা দেশ৷ দিকে দিকে প্রতিবাদের ঝড়৷ নির্যাতিতার বিচার চেয়ে পথে নেমেছে লক্ষ লক্ষ মানুষ৷ এরই মাঝে ফের উঠে এল নারী নির্যাতনের খবর৷ সামনে উঠে এল মর্মান্তিক এক ধর্ষণের ঘটনা৷ মদ্যপান করিয়ে প্রকাশ্য রাস্তায় ধর্ষণ করা হল এক মহিলাকে। তার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হল সেই অত্যাচারের ভিডিয়ো। (woman assaulted publicly)

 

আরজি করের ছায়া পড়েছে মধ্যপ্রদেশের উজ্জয়নে। জানা গিয়েছে, এক মহিলাকে জোর করে মদ্যপান করায় অভিযুক্ত। এরপর রাস্তার মাঝেই তাঁকে ধর্ষণ করা হয়৷ চূড়ান্ত অমানবিক ভাবে সোশ্য়াল মিডিয়ায় ধর্ষণের ভিডিয়ো পোস্ট করে ওই ধর্ষক৷ বিষয়টি নজরে আসতেই পদক্ষেপ করে পুলিশ। ভিডিয়ো দেখে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয় তাকে৷

পুলিশ সূত্রে খবর, ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল ওই ব্যক্তি৷ ধর্ষণের পর তাঁকে রাস্তায় ফেলে রেখেই চলে যায় সে৷  যাওয়ার ওই মহিলাকে শাসানো হয় বলেও অভিযোগ৷

 

আরও পড়ুন-

RG Kar: দুর্নীতি কাণ্ডে সন্দীপ ঘোষকে গ্রেফতার করল CBI

কেন গ্রেফতার ‘পঃবঙ্গ ছাত্র সমাজ’ এর আহ্বায়ক সায়ন

 

Crime News: The RG Kar incident has shaken the nation, sparking widespread protests. A woman was publicly assaulted after being forced to drink alcohol, and the video was shared on social media. The police have arrested the accused. Read more about this tragic event and its aftermath.