কলকাতা: ইউটিউব দেখে খুন৷ ১৭ বছরের এক যুবক তার গার্লফ্রেন্ডের দত্তক নেওয়া মায়ের প্রতি বিরক্ত হয়ে তাঁকে গলা টিপে খুন করল৷ পুলিশ সূত্রে খবর, খুনের পরিকল্পনা ইউটিউবে ভিডিয়ো দেখেছিল ওই যুবক। ওই যুবকের মা পুলিশকে জানান, ঘটনার দিন পার্টিতে যাওয়ার নাম করে মাধ্যমগ্রামের বাড়ি থেকে বেরিয়েছিল তাঁর ছেলে৷ ৫ জুন রাত ১১টা৷ বাড়িতে ফোন করে সে জানায়, বেহালা যাচ্ছে৷ কারণ তার প্রেমিকার মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে৷
পুলিশ জানিয়েছে, এই হত্যা ছিল পূর্ব পরিকল্পিত৷ সেই কারণেই বাবা-মাকে ফোন করে আগেই ওই যুবক জানিয়েছিল যে, তার প্রেমিকার মায়ের মৃত্যপ হয়েছে৷ যদিও ওই যুবকের দাবি, এট মুহূর্তের বশে ঘটে যাওয়া ঘটনা। তার দাবি, তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র ওই মহিলাাকে ভয় দেখানো৷ গার্লফ্রেন্ডের চাপে পড়েই তার মাকে শ্বাসরোধ করে হত্যা করে।