ঋণ এখন আরও সস্তা! রেপো রেট কমাল RBI, হাসি গ্রাহকের মুখে

নয়াদিল্লি: ফের ঋণগ্রহীতাদের জন্য স্বস্তির বার্তা দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। শুক্রবার, ৬ জুন রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.৫০ শতাংশে নামিয়ে আনার…

rbi cuts repo rate

নয়াদিল্লি: ফের ঋণগ্রহীতাদের জন্য স্বস্তির বার্তা দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। শুক্রবার, ৬ জুন রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.৫০ শতাংশে নামিয়ে আনার ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। ফলে সুদের হার আরও সহজলভ্য হল রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক থেকে নেওয়া ঋণে।

গভর্নর সঞ্জয় মলহোত্র বলেন, “মুদ্রানীতি কমিটি বর্তমান আর্থিক পরিস্থিতি ও আগাম আর্থিক ঝুঁকি বিবেচনায় রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের প্রভাব বাজারে ধীরে ধীরে দেখা যাবে।”

চলতি বছরে তৃতীয়বার রেপো রেট কমল

রেপো রেট কমার ধারা শুরু হয়েছিল ফেব্রুয়ারিতে। তখন ৬.৫০ শতাংশ থেকে তা কমিয়ে ৬.২৫ শতাংশ করা হয়। এপ্রিলে আরও ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে আনা হয় ৬ শতাংশে। এবার ৫০ বেসিস পয়েন্টের বড় ছাঁট দিয়ে রেপো রেট নামল ৫.৫০ শতাংশে। অর্থাৎ, ২০২০ সালের পর প্রথমবার এবং চলতি বছরে টানা তৃতীয়বার কমল মূল সুদের হার।

 কী প্রভাব পড়বে গ্রাহকদের উপর? rbi cuts repo rate

রেপো রেট হল সেই সুদের হার, যার ভিত্তিতে RBI বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয়। এটি কমলে ব্যাংকগুলোর ঋণ গ্রহণের খরচ কমে যায়, ফলে গৃহঋণ, গাড়ির ঋণ বা অন্য ভাসমান সুদের ঋণেও সুদের হার কমে। স্বাভাবিকভাবেই কমবে মাসিক EMI, যা সাধারণ ঋণগ্রহীতাদের জন্য বড় স্বস্তির খবর।

সিদ্ধান্তের প্রেক্ষাপট

৪ জুন থেকে শুরু হয়েছিল RBI–র মুদ্রানীতি কমিটির তিন দিনের বৈঠক। বৈঠক শেষে শুক্রবার সংবাদ সম্মেলনে রেপো রেট কমানোর ঘোষণা দেন গভর্নর মলহোত্র।

বিশেষজ্ঞদের মতে, RBI–র এই পদক্ষেপ অর্থনীতিকে আরও চাঙ্গা করতে সাহায্য করবে। পাশাপাশি, চাহিদা ও ব্যয় বৃদ্ধির মাধ্যমে বাজারে গতি ফেরাতে পারে এই হ্রাস।

Economy: Big relief for borrowers! RBI slashed the repo rate by 50 basis points to 5.50% on June 6. This third consecutive cut in 2025 means lower EMIs on home and car loans. Governor Sanjay Malhotra announced the decision, aiming to ease financial burdens and stimulate the economy.