তীব্র তাপপ্রবাহের মধ্যে বোর্ডের পরীক্ষা, যত্নবান হওয়ার নির্দেশ পর্ষদের

তীব্র তাপপ্রবাহের মধ্যে বোর্ডের পরীক্ষা, যত্নবান হওয়ার নির্দেশ পর্ষদের

কলকাতা: ২৬ ও ২৭ এপ্রিল মঙ্গল ও বুধবার রয়েছে একাদশ শ্রেণি ও উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা। অত্যধিক তাপপ্রবাহের কারণে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বোর্ডের পক্ষ থেকে সমস্ত জেলা শাসক, পরীক্ষা কেন্দ্রের সুপারভাইজার ও স্কুলের প্রধান শিক্ষকদের কাছে আবেদন করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী রাজ্যজুড়ে এখন তাপপ্রবাহ চলছে। মঙ্গল ও বুধবারও এই একই পরিস্থিতি বজায় থাকবে। এই দিনগুলিতে একাদশ শ্রেণি ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষা থাকবে। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের প্রতি যত্নবান হতে ও কিছু ব্যবস্থা রাখতে বলা হয়েছে। যেমন পরীক্ষা চলাকালীন বিদ্যালয়গুলিতে অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় থাকে তা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পানীয় জলের সুবিধা প্রদান থাকতে হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ORS জরুরি ভিত্তিতে রাখতে বলা হয়েছে। এছাড়া, অত্যন্ত গরমে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তার জন্য প্রাথমিক ভাবে মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা রাখার জন্য বোর্ডের তরফে বলা হয়েছে।

সারা রাজ্যজুড়ে তাপপ্রবাহ চলছে। এই অবস্থায় জরুরি ভিত্তিতে নবান্নে বৈঠক করেছিলেন স্কুলশিক্ষা সচিব। এরপরেই পরীক্ষার্থীদের কথা ভেবে বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ। তীব্র তাপপ্রবাহের মধ্যেও পরীক্ষার্থীরা যাতে সুস্থ ভাবে পরীক্ষা দিতে পারে সচেতন হওয়ায় বার্তা পর্ষদের। গত ২ মাসে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করেছে।