মুখ্যমন্ত্রীর পুজোর মিছিল, হাফ ছুটি স্কুলে! প্রতিবাদে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি

মুখ্যমন্ত্রীর পুজোর মিছিল, হাফ ছুটি স্কুলে! প্রতিবাদে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি

কলকাতা: ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো৷ সেই স্বীকৃতি উদযাপন করতেই আগামী ১ সেপ্টেম্বর কলকাতা সহ জেলায় জেলায় মিছিলের আয়োজন করা হবে৷  এর জন্য ১ সেপ্টেম্বর আকস্মিক ভাবেই অর্ধদিবস ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যা নিয়ে অসন্তুষ্ট শিক্ষামহলের একাংশ৷ 

আরও পড়ুন- কনভয় দুর্ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করবে বিজেপি: সূত্র

মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ এক বিবৃতিতে বলেন, “রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে অকেজো করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী আকস্মিকভাবে একটি তুচ্ছ কারণকে উপলক্ষ্য করে ১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করেছে। এই ছুটি ঘোষণা সামগ্রিকভাবে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও মূল্যায়ন প্রক্রিয়ার উপরে একটি চরম আঘাত। দ্বিতীয় সামেটিভ পরীক্ষার রুটিন ঘোষণা হওয়ার পরেও এইভাবে পরীক্ষা ব্যবস্থাকে ডামাডোলে পরিণত করার কোনও কারণ আছে বলে আমরা মনে করি না। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে পাহাড়প্রমাণ দুর্নীতি ঘটেছে তা থেকে দৃষ্টি ঘোরানোর জন্যেই তিনি এই জাতীয় পদক্ষেপ করছেন বলে আমরা মনে করছি। এই অবিবেচনা মূলক ছুটি ইতিপূর্বেও লক্ষ্য করা গিয়েছে৷ এর প্রতিবাদও জানানো হয়েছে। কিন্তু সবক্ষেত্রে এই একরোখা মনোভাব কোনও শুভ লক্ষণ বহন করে না।”