ছাত্র সংঘর্ষে উত্তাল টেকনো ইন্ডিয়া কলেজ ক্যাম্পাস

ছাত্র সংঘর্ষে উত্তাল টেকনো ইন্ডিয়া কলেজ ক্যাম্পাস

কলকাতা: দ্বিতীয় বর্ষের সঙ্গে চতুর্থ বর্ষের ছাত্র সংঘর্ষে উত্তাল টেকনো ইন্ডিয়া কলেজের নিউটাউন ক্যাম্পাস৷ কলেজের ভিতরে বহু ছাত্রছাত্রীকে ভয় দেখিয়ে আটকে রাখার অভিযোগ৷ পরিস্থিত সামাল দিতে পৌঁছয় ইলেকট্রনিক কমপ্লেক্স থানার  পুলিশ৷ 

আরও পড়ুন- আজই সিবিআই হাজিরা, হেফাজতের উপর স্থগিতাদেশ জারি ডিভিশন বেঞ্চের

টেকনো ইন্ডিয়া কলেজের চতুর্থ বর্ষের পড়ুয়ারা আজ সকাল থেকেই ধর্মঘট শুরু করে৷ তাঁদের অভিযোগ, ঠিক মতো ক্যাম্পাসিং বা চাকরির ব্যবস্থা করছে না কলেজ কর্তৃপক্ষ৷ সেই অভিযোগে তাঁরা ক্লাসও বন্ধ করে দেয়৷ এতে আপত্তি জানায় দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা৷ এর পরেই দুই পক্ষের মধ্যে ব্যপক সংঘর্ষ বাধে৷ ৩০ থেকে ৪০ জন ছাত্রছাত্রীকে কলেজে আটকে রাখা হয় বলে অভিযোগ৷ চতুর্থ বর্ষের পড়ুয়াদের বক্তব্য, কলেজ কর্তপক্ষ চাকরির ব্যবস্থা না করার তারা যে আন্দোলন শুরু করেছে তাকে সমর্থন করছে না দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা৷ এই ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত৷ এ ব্যপারে কলেজ কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি৷