সঙ্গী চাইলে নাম লেখান! ভ্যালেন্টাইনস-ডে পালনের বিজ্ঞপ্তি যাদবপুরে

সঙ্গী চাইলে নাম লেখান! ভ্যালেন্টাইনস-ডে পালনের বিজ্ঞপ্তি যাদবপুরে

কলকাতা: দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিন্তু এটি কোনও না কোনও সময়ে বিতর্কের মধ্যেই থাকে। রাজনৈতিক হোক কিংবা অন্য কোনও ইস্যু, বিতর্কের কেন্দ্রবিন্দুতে যাদবপুর অনেকবার এসেছে। এদিন ফের এল। কারণ বিশ্ববিদ্যালয়ে ভ্যালেন্টাইনস ডে পালনের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যা ইতিমধ্যেই ভাইরাল। আর সেই নিয়েই বিতর্ক।

আরও পড়ুন- অপ্রত্যাশিত আচরণ জয়প্রকাশের! রাজ্যপালকে বিঁধে করলেন টুইট

জানা গিয়েছে, যে নোটিশ ভাইরাল হয়েছে তাতে বলা হয়েছে যে, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে পালন করা হবে বিশ্ববিদ্যালয়ে। যারা যারা নিজেদের ‘সঙ্গী’ খুঁজে নিতে চাই তারা যেন নাম লেখায়! ওই ভাইরাল হওয়া নোটিশে আরও বলা হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। পাশাপাশি যারা ‘সিঙ্গেল’ তারা এই উৎসবে যোগ দিতে পারবে না। রেজিস্ট্রারের সই জাল করে এই নোটিশ দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে এই নোটিশ সম্পূর্ণ অবৈধ, এর সঙ্গে তাদের কোনও যোগসূত্র নেই। শুধু তাই নয়, এই নোটিশ নিয়ে যাদবপুর থানায় অভিযোগ পর্যন্ত দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে সাইবার ক্রাইমেও অভিযোগ জানান হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটাও সরকারি ভাবে জানিয়েছে যে, গোটা বিষয়টি হয়তো মজা করার জন্য করা হয়েছিল। কিন্তু এই ভুয়ো নোটিশে যেহেতু রেজিস্ট্রারের সই জাল বা নকল করা হয়েছে তাই সেটা অপরাধ হিসেবেই ধরা হবে। বিশ্ববিদ্যালয়ের নাম খারাপ করা এবং তার সম্মানহানির জন্য এমন করা হয়েছে বলে দাবি তাদের। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলেই জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =