ফেব্রুয়ারির মাঝামাঝি স্কুল খুলে দেওয়া হোক, বলল মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা বোর্ড

ফেব্রুয়ারির মাঝামাঝি স্কুল খুলে দেওয়া হোক, বলল মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা বোর্ড

কলকাতা: করোনা আবহে বিধি নিষেধ মেনে স্বাভাবিক প্রায় সব কিছুই৷ তাহলে স্কুল-কলেজ বন্ধ কেন? এই প্রশ্ন তুলে ক্রমেই জোড়াল হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি৷  শুধু কলকাতা নয়, প্রতিটি জেলায় স্কুল খোলার দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল৷ শুধু নির্দিষ্ট কোনও রাজনৈতিক দল বা  ছাত্র সংগঠন নয়, স্কুল-কলেজ খোলার দাবিতে পথে নেমেছেন পড়ুয়া, অভিভাবক, শিক্ষক-অধ্যাপকরাও। তাঁদের একটাই দাবি, অবিলম্বে স্কুল খুলে সশরীরে পঠন-পাঠন শুরু করতে হবে। এবার স্কুল খোলা পক্ষে মত দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শদাতা গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডও।

আরও পড়ুন- কবে খুলবে স্কুল? সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় চাইল রাজ্য, আর্জি মঞ্জুর আদালতে

জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই স্কুল খোলা যেতে পারে বলে জানিয়েছে বোর্ড৷ সমাজের প্রতিটি স্তরে ক্রমশ জোরাল হচ্ছে স্কুল খোলার দাবি৷ এই বিষয়ে গভীর ভাবে চিন্তা ভাবনা শুরু করেছে রাজ্য সরকার৷ সূত্রের খবর,  শনিবার বিভিন্ন মহলের সঙ্গে স্কুল খোলা নিয়ে সরকারের পক্ষ থেকে আলোচনা করা হয়েছে৷ এই আলোচনায় অংশ নিয়েছিলেন বিভিন্ন স্বাস্থ্য আধিকারিকরাও৷ জানা যাচ্ছে, ওই আলোচনাচক্রে  বেশিরভাগই স্কুল খোলার পক্ষে মত দিয়েছেন। 

অ্যাডভাইজারি বোর্ডের পরামর্শদাতা ডা. সুকুমার মুখোপাধ্যায় মনে করেন, ‘দীর্ঘ সময় ধরে স্কুল বন্ধ থাকায় ড্রপ-আউটের সংখ্যা বাড়ছে। বহু ছাত্রীকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। বাড়ছে শিশুশ্রমিকের হার৷ তাই আর সময় নষ্ট না করে অবিলম্বে স্কুল খুলে দেওয়া উচিত।’  সে ক্ষেত্রে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে স্কুল খোলা হলে, হাতে আর মাত্র দু-সপ্তাহ সময় বাকি থাকবে।  

এদিকে স্কুলে টিকাকরণও চলছে জোরকদমে৷ আগামী দুই সপ্তাহের মধ্যে তা আরও খানিকটা এগিয়ে যাবে৷ তাছাড়া দৈনিক সংক্রমণের হার আগের চেয়ে কিছুটা কমেছে৷ ফলে স্কুল খোলা হলে তেমন ভাবে সমস্যা হবে না বলেই মনে করছেন ডা.সুকুমার মুখোপাধ্যায়৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fifteen =