কলকাতা: ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস এগজামিনেশন (ডব্লিউবিসিএস)-এর মাধ্যমে রাজ্য স্তরে আমলাদের বেছে নেওয়া হয়। নানা ভাবে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে তবেই এই পদে নিয়োগ করা হয়। কারণ, রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ সামলানোর দায় থাকে তাঁদের উপর। এই পরীক্ষার জন্য নিজস্ব প্রস্তুতির পাশাপাশি অনেকেই বিভিন্ন কোচিং ক্লাসের সাহায্য নিয়ে থাকে৷ তেমনই এক কোচিং ক্লাস বা কোর্স নিয়ে আসছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷
অনলাইনে এই কোর্সটি করানো হবে। পুরুষ এবং মহিলা উভয়েই ভর্তি হতে পারবেন। চলতি বছরের ডব্লিউবিসিএস পরীক্ষার কথা মাথায় রেখেই এই কোর্স চালু করা হচ্ছে। প্রিলিমিনারি থেকে মেন এবং ইন্টারভিউ— তিনটি স্তরের জন্যই পরীক্ষার্থীদের প্রস্তুত করে হবে৷ অভিজ্ঞ শিক্ষক, আইএএস (ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস) অফিসার এবং ডব্লিউবিসিএস অফিসারেরা অনলাইন ক্লাস করাবেন৷ থাকবে মক টেস্টের সুযোগ৷ এক বছরের কোর্স ফি ১৫ হাজার টাকা৷ সঙ্গে ১৮ শতাংশ জিএসটি৷
প্রতিদিন সন্ধ্যাবেলা অনলাইন ক্লাস চলবে৷ সময়-দেড় ঘণ্টা ধরে। আগামী ১৮ অগাস্ট থেকে শুরু হয়ে যাবে ক্লাস। আবেদনের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি আপলোড করতে হবে৷