বর্ধমান: বিবিএ বা আইন নিয়ে সদ্য স্নাতক হয়েছেন? এবার মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) নিয়ে পড়াশোনা করার পরিকল্পনা করছেন? ভাবছেন কোন সরকারি প্রতিষ্ঠান থেকে পড়া যায়? তাহলে জানিয়ে রাখি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এমবিএ-তে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে৷ এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
২০২৪-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এমবিএ/ এমবিএ (এইচআর)/ এমবিএ (ট্যুরিজম)- কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে৷ এমবিএ-র আসন সংখ্যা ৪৭টি। এমবিএ (এইচআর)-এও রয়েছে ৪৭টি আসন৷ তবে এমবিএ (ট্যুরিজম)-এ ৩৪টি আসন রয়েছে। তিনটি বিভাগেই ভর্তির কোর্স ফি ১৫,৯৩০ টাকা। ইউজিসি স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম ৫০ শতাংশ নম্বর-সহ এলএলবি/বিবিএ/ বিসিএ/ বিই/ বিফার্মা/ এমবিবিএস ডিগ্রি থাকলে এই কোর্সের জন্য আবেদন জানানো যাবে৷ তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ৪৫ শতাংশ নম্বর থাকলেই হবে৷
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে৷ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ অগাস্ট। ২০ অগাস্ট প্রবেশিকা পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে৷