বদলে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নিয়ম? কমছে নম্বর!

কলকাতা: বদলে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষায় পাশ করার নিয়ম! সিলেবাস কমিটির প্রস্তাব ঘিরে শুরু হয়েছে জল্পনা৷ বাংলার প্রথম শ্রেণির একটি সংবাদপত্রে মাধ্যমিক পরীক্ষায় পাশের নিয়ম বদলের ইঙ্গিত দিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে৷ সেখানে উল্লেখ করা হয়েছে, খুব সম্ভবত সাতটি বিষয়ের পরিবর্তে পাঁচটি বিষয়ে পাশ করলে মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া সম্ভব৷ একই সঙ্গে কমতে পারে মাধ্যমিকের মোট নম্বর৷

বদলে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নিয়ম? কমছে নম্বর!

কলকাতা: বদলে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষায় পাশ করার নিয়ম! সিলেবাস কমিটির প্রস্তাব ঘিরে শুরু হয়েছে জল্পনা৷
বাংলার প্রথম শ্রেণির একটি সংবাদপত্রে মাধ্যমিক পরীক্ষায় পাশের নিয়ম বদলের ইঙ্গিত দিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে৷ সেখানে উল্লেখ করা হয়েছে, খুব সম্ভবত সাতটি বিষয়ের পরিবর্তে পাঁচটি বিষয়ে পাশ করলে মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া সম্ভব৷ একই সঙ্গে কমতে পারে মাধ্যমিকের মোট নম্বর৷ মোট ৭০০ নম্বরে পরীক্ষা নেওয়া হলেও ৫০০ নম্বরের ভিত্তিতে মাধ্যমিকের ফলাফল প্রকাশের ইঙ্গিত দেওয়া হয়েছে প্রতিবেদনে৷

জানানো হয়েছে, পাঁচটি বিষয়ের মধ্যে ইংরেজি ও অঙ্ককে বাধ্যতামূলক করা হচ্ছে৷ তবে পরীক্ষার মোট নম্বর কমিয়ে আনা ও সাতটি বিষয়ের মধ্যে পাঁচটি বিষয়ে পাশ করার বিষয়টি ঘিরে ইতিমধ্যেই শিক্ষা মহলে তৈরি হয়েছে নয়া চর্চা৷ অনেকেই বলতে শুরু করেছেন, এমনিতেই মাধ্যমিকে পাশের হার রেকর্ড ছুয়েছে৷ তার পরেও যদি ৭০০ নম্বরের মধ্যে ৫০০ নম্বরের ফলাফল প্রকাশ করা হয়, তাহলে ঢালাও নম্বর পাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা থাকবে না বলেই আশঙ্কা করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

বাংলার ওই প্রথম শ্রেণির সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, এখন যে নিয়মে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়, সেটাই আপাতত চলবে৷ তবে পরীক্ষার্থীরা ৭০০ নম্বরের পরীক্ষা দিলেও ফলাফল প্রকাশিত হবে৷ পাঁচটি বিষয়ের ভিত্তিতে ‘বেস্ট অফ ফাইভে’র ব্যবস্থা মাধ্যমিকেও চালু করার ইঙ্গিত পাওয়া গিয়েছে৷ তবে বেস্ট অফ ফাইভের মধ্যে অংক ইংরেজিকে বাধ্যতামূলক করার ক্ষেত্রে কিছুটা হলেও পরীক্ষার্থীদের মান রক্ষা করা যাবে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল৷

এই মুহূর্তে মাধ্যমিকে সাতটি বিষয়ে পাশ করা বাধ্যতামূলক৷ ২৫ নম্বর পেলে বিষয়ভিত্তিক পাশ করা যায়৷ অন্যান্য বোর্ডের নিয়ম অনুযায়ী, যে কোন চারটি বিষয়ে পাশ করলেই আইসিএসই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব৷ সিবিএসই দশম শ্রেণির ছটি বিষয়ে পরীক্ষা হলেও পাঁচটি বিষয়ে ফলাফল প্রকাশ করার নিয়ম চালু রয়েছে৷

মূলত ইংরেজি মাধ্যম বোর্ডের পরীক্ষা ব্যবস্থাকে অনুসরণ করে এবার রাজ্যের মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থাকে সমতূল করে নম্বর বিভাজনের পথে হাঁটতে চলেছে শিক্ষা দপ্তর৷ তবে সিলেবাস কমিটির সুপারিশ কবে থেকে কার্যকর হবে, বা আদৌ কার্যকর হবে কি না, তা অবশ্য জানা যায়নি৷ গোটা বিষয়টি পর্যালোচনা করার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে৷ সব ঠিকঠাক থাকলে ২০২১ সাল থেকে এই নয়া নিয়ম চালু করার করতে পারে বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =