কতটা শিখল পড়ুয়ারা? মেধার গভীরতা মাপতে উদ্যোগী CISCE, আসছে নয়া সিস্টেম

নয়াদিল্লি: মুখস্থ বিদ্যার দিন এবার শেষ৷ কোনও বিষয়ে একজন পড়ুয়া প্রকৃত অর্থে কতটা জ্ঞান অর্জন করতে পেরেছে সেটা দেখাই আসল লক্ষ্য৷ সেই উদ্দেশ্যেই এবার থেকে…

student 2

নয়াদিল্লি: মুখস্থ বিদ্যার দিন এবার শেষ৷ কোনও বিষয়ে একজন পড়ুয়া প্রকৃত অর্থে কতটা জ্ঞান অর্জন করতে পেরেছে সেটা দেখাই আসল লক্ষ্য৷ সেই উদ্দেশ্যেই এবার থেকে পরীক্ষার খাতায় মেধার উৎকর্ষ যাচাই করবে দ্য কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই)।

 

ইতিমধ্যেই আইসিএসই এবং আইএসসি স্কুলগুলিতে বিষয় ভিত্তিক ‘কমপিটেন্সি ফোকাসড’ কোয়েশ্চেন বুকলেট পাঠাতে শুরু করেছে সিআইএসসিই৷ বলা হয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকেই পরীক্ষায় মোট নম্বরের ২৫ শতাংশ বরাদ্দ থাকবে মেধা-ভিত্তিক প্রশ্নগুলির জন্য। ‘কমপিটেন্সি ফোকাসড’ কোশ্চেন বুকলেটের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকারাও নয়া পদ্ধতি সম্পর্কে অবগত হতে পারবেন। বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা মিলে এই প্রশ্ন ব্যাঙ্ক তৈরি করার কাজ শুরু করেছেন। কী ভাবে প্রশ্ন করা হবে, সে বিষয়ে স্পষ্ট উল্লেখ থাকবে এখানে৷ পাশাপাশি শিক্ষকরা ক্লাসে পড়ুয়াদের কী ভাবে বিষয়টি শেখাবেন, তারও একটি গাইডলাইন দেওয়া থাকবে৷