পর্নোগ্রাফি নয়, স্কুল পাঠ্যে যৌনশিক্ষা চালুর দাবি

কলকাতা: আরজি করের ঘটনা যেন গোটা সমাজকে নাড়িয়ে দিয়ে গিয়েছে৷ প্রতিবাদের ঝড় উঠেছে চারিদিকে৷ এরই মধ্যে নাগরিক সমাজ থেকে দাবি উঠেছে, স্কুল স্তরে সেক্স এডুকেশন…

student44

কলকাতা: আরজি করের ঘটনা যেন গোটা সমাজকে নাড়িয়ে দিয়ে গিয়েছে৷ প্রতিবাদের ঝড় উঠেছে চারিদিকে৷ এরই মধ্যে নাগরিক সমাজ থেকে দাবি উঠেছে, স্কুল স্তরে সেক্স এডুকেশন বা যৌন শিক্ষা দেওয়া হোক৷ পাশাপাশি লিঙ্গ সচেতনমূলক পাঠ্যক্রম অন্তর্ভুক্তির দাবিও উঠেছে৷

এই বিষয়টি গুরুত্ব সহকারেই দেখা হচ্ছে৷ ইতিমধ্যেই জীবন শৈলি ও লিঙ্গ সংক্রান্ত সচেতনতার পাঠ স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে৷ চাইল্ড রাইটস কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী জানান, স্কুল পড়ুয়াদের উপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে প্রায় ১৫ শতাংশ শিশুর মধ্যে জেন্ডার সম্পর্কে কোনও ধারণা নেই৷ তারা নিজেদের জেন্ডার ঠিক মতো বলতে পারে না৷ ফলে এই বিষয়ে এখন থেকেই সচেতনতার প্রয়োজন রয়েছে৷ আর ছোট থেকে এই বিষয়ে পাঠ দেওয়া গেলে ছেলে মেয়েদের মধ্যে সচেতনতা যেমন বাড়বে তেমনই বিকৃত মানসিকতাকেও রোখা যাবে৷