কলকাতা: সম্প্রচারমূলক সাংবাদিকতা শেখার সুযোগ এবার রাজ্যেরই কলেজে৷ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনস্থ ডিরোজিও মেমোরিয়াল কলেজে শুরু হল ব্রডকাস্ট জার্নালিজম নিয়ে ব্যাচেলর ইন ভোকেশন প্রোগ্রাম (বিভোক)এ ভর্তি প্রক্রিয়া৷ পাশাপাশি এখানে পড়ানো হবে পাবলিক রিলেশন এবং প্রিন্টিং অ্যান্ড বুক পাবলিশিং৷ প্রতিটি বিভাগে ৫০ টি আসন থাকবে। পড়ুয়াদের জন্য অনলাইন এবং অফলাইন দু’ভাবেই ক্লাস করার সুযোগ থাকছে।
দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়া থেকে কর্মরত ব্যক্তিরা, সকলেই এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। যে কোনও ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এর শংসাপত্র থাকলে দশম উত্তীর্ণ পড়ুয়ারাও ভর্তি হতে পারবেন৷