মাধ্যমিকের রেজাল্ট বেরোলে কী করবে পড়ুয়ারা? চরম আক্ষেপ শিক্ষামন্ত্রীর

মাধ্যমিকের রেজাল্ট বেরোলে কী করবে পড়ুয়ারা? চরম আক্ষেপ শিক্ষামন্ত্রীর

 

কলকাতা: করোনা অবহে থমকে গিয়েছে পঠন-পাঠন৷ বন্ধ স্কুল-কলেজ-শিক্ষা প্রতিষ্ঠান৷ ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে পঠন-পাঠন চালু হলেও তার সাফল্য নিয়ে রয়েছে যথেষ্ট প্রশ্ন৷ আর এরই মধ্যে রয়েছে উচ্চমাধ্যমিকের বাকি থাকা তিনটি পরীক্ষা৷ উচ্চমাধ্যমিকে পরবর্তী সূচি বদলের মতামত জানিয়েছেন বাংলার বিশিষ্টরা৷ করোনা সংক্রমণ যখন লাফিয়ে বাড়ছে, ঠিক তখন উচ্চমাধ্যমিকের পরীক্ষা দেওয়াকে কেন্দ্র করে অভিভাবক মহলে তৈরি হয়েছে নানান জল্পনা৷ উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে নানান মতামত উঠে এলেও মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করাকে কেন্দ্র করে এবার উদ্বেগ প্রকাশ করলেন খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

আরও পড়ুন-  BREAKING: মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা ‘ঐচ্ছিক’ ঘোষণা কাউন্সিলের

করোানা আবহে কার্যত অনিশ্চিত জুলাই মাসে নির্ধারিত মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের ভবিষ্যৎ৷ ফলাফল প্রকাশ হলেও কী করবে পড়ুয়ারা? কীভাবে পৌঁছাবে মার্কশিট? কীভাবে হবে সমস্ত ব্যবস্থা? এই নিয়ে এবার চরম উদ্বেগ প্রকাশ করলেন খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ পরিস্থিতি স্বাভাবিক হলে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে জানিয়েছেন তিনি৷

সূত্রের খবর, পূর্ব নির্ধারিত সূচি মেনে আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিকের ফল প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা৷ কিন্তু, ফল প্রকাশের প্রস্তুতি শুরু হলেও স্কুল বন্ধ থাকার কারণে চরম সমস্যা তৈরি হচ্ছে৷ আর সেই কারণে ফল প্রকাশ আপাতত সম্ভব হচ্ছে না বলেও ইঙ্গিত দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে স্কুল কবে খুলবে, তা এখনও অনিশ্চিত৷ এখনও বাকি রয়েছে উচ্চমাধ্যমিকে ৩ দিনের পরীক্ষা৷ করোনা সতর্কতা নিয়ে আগামী ২, ৬, ৮ জুলাই পরীক্ষা নেওয়ার থাকলেও শিক্ষা দফতরক ভাবাচ্ছে আইসিএসই-আইএসসি নয়া সিদ্ধান্ত৷

আরও পড়ুন- মহাকাশ গবেষণার স্কুল পড়ুয়াদের সুযোগ দিচ্ছে ISRO, শুরু প্রতিযোগিতা

করোনা পরিস্থিতি মাথায় রেখে ইতিমধ্যেই আইসিএসই-আইএসসি পরীক্ষা  ‘ঐচ্ছিক’ বলে ঘোষণা করা হয়েছে৷ চাইলে পড়ুয়ারা পরীক্ষায় বসতে পারবে৷ না চাইলে টেস্ট পরীক্ষার গড় নম্বর অনুযায়ী মূল্যায়ন হবে৷ রাজ্যে উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও কি একই ভাবনা ভাবা হবে? আইসিএসই-আইএসসি পরীক্ষা নিয়ে বম্বে আদালতের রায়ের নিকে নজর রাখছে শিক্ষা দফতর৷

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘সমস্ত দিকে আমরা নজর রাখছি৷ আমাদের যে সূচি আছে, সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত রাখছি৷ উচ্চ শিক্ষা সংসদকে প্রস্তুত রাখা হচ্ছে৷ অন্যান্যদের বিষয়ে নজর রাখছি৷’’

আরও পড়ুন: BREAKING: ফের পিছিয়ে যাবে উচ্চমাধ্যমিক? রাজ্যের নজরে ICSE, ISC সিদ্ধান্ত

মাধ্যমিকের ফল প্রকাশ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘‘মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে করবেটা কী? তারা যাবে কোথায়? স্কুল-কলেজের এই অবস্থা৷ মার্কশিট পৌঁছাবে কী করে? আমরা তৈরি আছি৷ অবস্থার একটু পরিবর্তন হলেই আমরা তৈরি করব৷ আমরা সবাইকেই বলছি, সেরকমভাবে প্রস্তুতিও রাখছি৷ মাধ্যমিকের রেজাল্ট যাতে প্রকাশ করা যায়৷ কিন্তু কবে বের করা যাবে, আমি বের করলেই তো হল না? মার্কশিট পৌঁছাতে হবে৷ ভর্তি করানোর ব্যবস্থা করতে হবে৷ একটা জটিল প্রক্রিয়া আছে৷ বিগত দিনে যেভাবে হয়েছে, সেভাবে তো এবার হবে না৷ সমস্তটা আমাদের বিবেচনায়, পরিকল্পনার মধ্যে আছে৷ নিশ্চয়ই হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 13 =