নয়া মূল্যায়ন পদ্ধতির ফায়দা তুলে মাধ্যমিক পাশ করতে চাইছে লক্ষাধিক ‘ভুয়ো’ পরীক্ষার্থী

নয়া মূল্যায়ন পদ্ধতির ফায়দা তুলে মাধ্যমিক পাশ করতে চাইছে লক্ষাধিক ‘ভুয়ো’ পরীক্ষার্থী

কলকাতা: করোনাকালে বাতিল হয়ে গিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ কী ভাবে পড়ুয়াদের মূল্যায়ন হবে, সে বিষয়েও পর্ষদ ও সংসদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে৷ কিন্তু এক্ষেত্রে দেখা দিয়েছে একাধিক গরমিল৷ ফায়াদা লোটার চেষ্টা চালাচ্ছে বহু ‘ভুয়ো’ পরীক্ষার্থী৷ এ বিষয়ে সতর্ক করল পর্ষদ৷ 

আরও পড়ুন- উপাচার্যের নামে ছাত্র-কর্মীদের ভুয়ো ই-মেল পাঠিয়ে নানা দাবি, প্রতারণার অভিযোগ থানায়

প্রসঙ্গত, মাধ্যমিকের ক্ষেত্রে বলা হয়েছিল ২০১৯ সালে নবম শ্রেণির পরীক্ষায় ছাত্রছাত্রীরা যে নম্বর পেয়েছিল, সেই মার্কশিট স্কুলগুলিকে পাঠাতো হবে৷ এছাড়াও ২০২০ সালে দশম শ্রেণির অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বরও স্কুলগুলি পর্ষদের কাছে জমা দেবে৷ অর্থাৎ নবম শ্রেণির মার্কশিট ও দশম শ্রেণির ইন্টারনাল ফরমেটিভ অ্যাসেসমেন্টের নম্বরের ভিত্তিতেই এই বছর মাধ্যমিক পরীক্ষার মার্কশিট তৈরি করা হবে৷ এই নির্দেশ মেনে স্কুলগুলি পর্ষদকে নম্বর পাঠাতে শুরু করে৷ কিন্তু তাতে বেশ অসঙ্গতি দেখা দিয়েছে৷ শতাধিক স্কুলের পাঠানো নম্বরে গরমিল রয়েছে বলে জানা গিয়েছে৷ নম্বরের গরমিল দেখা দিলে ওই স্কুলের মার্কস রেজিস্টার চেয়ে পাঠানো হবে বলেও পর্ষদের তরফে সাফ জানানো হয়েছে৷ এক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে৷ 

প্রসঙ্গত, ২১ জুন থেকে ২৪ জুনের মধ্যে স্কুলগুলিকে মাধ্যমিক পরীক্ষার্থীদের নম্বর জমা দিতে বলা হয়েছিল৷ সেই মতো মোট ৯ লক্ষ ৭২ হাজার পরীক্ষার্থীর নম্বর জমা পড়েছে৷ এখনও বাকি রয়েছে ২৪ হাজার পরীক্ষার্থীর নম্বর৷ কিন্তু যে নম্বর জমা পড়েছে, তাতে নানা অসঙ্গতি রয়েছে৷ কোথাও অসম্পূর্ণ নম্বর আপলোড করা হয়েছে৷ কোথাও বসানো হয়েছে ভুল নম্বর৷ কোথাও আবার কোনও স্কুলে ছাত্র সংখ্যার চেয়ে নম্বর জমা পড়েছে বেশি৷ অনেক স্কুল অবশ্য ইতিমধ্যেই নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে৷

আরও পড়ুন- সরকারি ভাবনায় শিক্ষা: হীরক রাজাদের উদ্দেশ্য আমরা সফল করে তুলছি না তো?

এদিকে এরই মধ্যে সুযোগ খুঁজছে কিছু পড়ুয়া৷ বিভিন্ন স্কুলে শিক্ষকদের ঘেরাও করে  নম্বর বাড়ানোর জন্য চাপ দেওয়া হচ্ছে৷ কোথাও আবার কম নম্বর পেয়ে চলছে বিক্ষোভ৷ আবার মাধ্যমিকের ফর্ম না ভরলেও, এই মূল্যায়ন পদ্ধতির ফায়দা তুলে মার্কশিট আদায়ের চেষ্টা করছে কিছু ‘ভুয়ো’ পরীক্ষার্থী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 1 =