চাইল্ড এডুকেশন অ্যালাওয়েন্সে আরও সুবিধা কেন্দ্রীয় সরকারি কর্মীদের

চাইল্ড এডুকেশন অ্যালাওয়েন্সে আরও সুবিধা কেন্দ্রীয় সরকারি কর্মীদের

নয়াদিল্লি: করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে চাইল্ড এডুকেশন অ্যালাওয়েন্সে আরও সুবিধা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার।

সূত্রের খবর, খুব শীঘ্রই বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা। এর আগে অবশ্য কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেতে চলেছেন আরও একটি সুবিধা৷ করোনা পরিস্থিতির জন্য চাইল্ড এডুকেশন অ্যালাওয়েন্সে আরও সুবিধা দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র। সপ্তম বেতন কমিশনের প্রস্তাব অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীরা সন্তানের শিক্ষার খরচ বাবদ মাসে ২২৫০ টাকা করে পান। তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অভিযোগ, এখন দেশজুড়ে করোনা পরিস্থিতির জন্য এই ভাতার দাবি করতে সমস্যা হচ্ছে৷ সেই অভিযোগের কথা মাথায় রেখে এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সন্তানের শিক্ষার খরচ দাবি করার প্রক্রিয়া সহজ করা হয়েছে। এতে সেলফ সার্টিফিকেশনের মাধ্যমে সিইএর আবেদন করতে পারবেন তাঁরা।

এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সন্তানের রেজাল্ট বা ফি পেমেন্টের ই-মেল বা এসএমএসের প্রিন্ট আউটের সাহায্যেই এই ভাতা দাবি করতে পারবেন। এটি প্রযোজ্য হবে ২০২০ ও ২০২১ সালের শিক্ষাবর্ষের পড়ুয়া সন্তানদের ক্ষেত্রে। কেন্দ্রীয় কর্মী প্রশিক্ষণের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘এখন অনলাইনে পড়াশোনা চলায় পড়ুয়ারা অনেক সময় রেজাল্টের এসএমএস বা ই-মেল পাচ্ছে না তাদের স্কুল থেকে। স্কুলের ফিও অনলাইনেই দেওয়া হচ্ছে। তাই তাঁদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হল।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 10 =