NEET-এর ব়্যাঙ্কে টাকার খেলা! ফাঁকা খাতায় উত্তর লিখেছিলেন শিক্ষকরা, বড় তথ্য ফাঁস

আহমেদবাদ: ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে৷ নিট পরীক্ষা বাতিলের দাবি উঠেছে বিভিন্ন মহলে৷ এরই মধ্যে বিহার থেকে ধরা হয়েছে নিট দুর্নীতির এক…

আহমেদবাদ: ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে৷ নিট পরীক্ষা বাতিলের দাবি উঠেছে বিভিন্ন মহলে৷ এরই মধ্যে বিহার থেকে ধরা হয়েছে নিট দুর্নীতির এক মাথাকে৷ পরীক্ষার আগের রাতে কী ভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, সে তথ্য জানা গিয়েছিল তাঁর বক্তব্যে৷ এবার গুজরাটের গোধরার একটি সেন্টার থেকে ধৃত শিক্ষকের জবানীতে উঠে এল নিট-কীর্তির কাহিনী৷ জানা গেল, কী ভাবে ফাঁকা খাতা জমা দিয়ে দারুণ ব়্যাঙ্ক পেয়েছিল পরীক্ষার্থীরা৷ টাকার বিনিময়ে ওই সব পরীক্ষার্থীর উত্তরপত্র পূরণ করে দিয়েছিলেন ওই সেন্টারেরই শিক্ষক!

নিট কেলেঙ্কারি সামনে আসার পরই গুজরাটের গোধরার ওই কোচিং সেন্টারে বেনিয়মের অভিযোগ উঠেছিল। চিটিং গ্য়াংয়ের হদিশও মেলে। গ্রেফতার করা হয় একটি স্কুলের প্রিন্সিপাল, শিক্ষক ও কোচিং সেন্টারের মালিক সহ ৫ জনকে।

 

জানা গিয়েছে, গোধরার ওই সেন্টারে ৫ থেকে ১০ লক্ষ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের ফাঁকা খাতায় সঠিক উত্তর লিখে দেওয়া হয়েছিল। যারা টাকা দিয়েছিলেন, তাদের আগে থেকে বলে দেওয়া হয়েছিল, যে যে প্রশ্নের উত্তর লিখতে পারবে না, সেটি ফাঁকা রাখতে হবে৷ জানা গিয়েছে, ফাঁকা পড়ে থাকা অংশ পরে পূর্ণ করে দিয়েছিলেন ওই স্কুলের ফিজিক্সের শিক্ষক তুষার ভাট৷ দুর্নীতিগ্রস্ত শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে চুক্তি হয়েছিল, যত বেশি টাকা, নিট পরীক্ষায় র‌্যাঙ্ক-ও তত বেশি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *