পড়ুয়াদের নিয়ে ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’, নয়া ভাবনা রাজ্যের

পড়ুয়াদের নিয়ে ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’, নয়া ভাবনা রাজ্যের

কলকাতা: প্রতিটি শিক্ষাবর্ষে নতুন শ্রেণিতে উঠলে সব পড়ুয়াদের নিয়ে গ্র্যাজুয়েশন সেরিমনি পালন করা হবে! এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী ২ জানুয়ারি থেকে এক মাস ধরে সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এইভাবে ছাত্র ছাত্রীদের সম্মান জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর। এই প্রেক্ষিতেই বিদ্যালয় থেকে রাজ্য প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশিকা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- মধ্যরাতে ইডি দফতরে হাজির অভিষেক-শ্যালিকা! কাউকে দেখতে না পেয়ে ফিরলেন বাড়িতে

ঠিক কী বলা হয়েছে নির্দেশিকায়? জানা গিয়েছে, ১৩ দফার ঐ নির্দেশিকায় নতুন শ্রেণিতে উত্তীর্ন হওয়া সব ছাত্র-ছাত্রীদের চকোলেট এবং মিষ্টি দিয়ে স্বাগত জানানোর কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি গ্রুপ লার্নিং সহ পড়াশুনোর মানোন্নয়নে একাধিক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। প্রতিটি সমাবর্তন অনুষ্ঠান তথ্যচিত্র আকারে তৈরি করে সেগুলি বুকলেট আকারে প্রকাশ করতে হবে, এমনও বলা হয়েছে ওই নির্দেশিকায়।

কিছুদিন আগে সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে নৈতিক চরিত্র গঠন নিয়ে পাঠ্যসূচী সিলেবাসে কিছু অন্তর্ভূক্ত করা যায় কিনা তা খতিয়ে দেখার সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল। সেই প্রেক্ষিতে প্রাথমিক স্তরের সিলেবাসে বিষয়টি যুক্ত করা নিয়ে অ্যাড হক কমিটি প্রাথমিক একটি বৈঠকও সেরে ফেলেছে। গত ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নৈতিক চরিত্র গঠনের উপরে জোর দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই ঘোষণার পর থেকেই এই বিষয়টি নিয়ে তৎপর শিক্ষা পর্ষদ। পাঠ্যসুচী ছাড়াও আলাদা করে কোনও বই বা কিছু তৈরি করা যায় নাকি তা নিয়েও ভাবনা চিন্তা চলছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 4 =