এবার বাড়িতে বসেই উচ্চমাধ্যমিক? বিকল্প মূল্যায়নের পথে মাধ্যমিক

এবার বাড়িতে বসেই উচ্চমাধ্যমিক? বিকল্প মূল্যায়নের পথে মাধ্যমিক

কলকাতা:  করোনা আবহে বাতিল হয়ে গিয়েছে সিবিএসই-আইসিএসই দশম ও দ্বাদশের বোর্ড৷ এই পরিস্থিতিতে কী ভাবে হবে রাজ্যের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক? তা নিয়ে উৎকণ্ঠায় ভুগছেন পড়ুয়ারা৷ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক নিয়ে আজ ফের বৈঠকে বসেছে বিশেষজ্ঞ কমিটি৷ করোনাকালে বাড়িতে বসেই কি উচ্চমাধ্যমিক? এমনই প্রস্তাব উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের৷ অন্যদিকে মাধ্যমিকের ক্ষেত্রে কী ভাবে বিকল্প মূল্যায়ন করা যায়, সেই চিন্তাভাবনা চলছে৷ 

আরও পড়ুন- বাতিল হওয়া CBSE-ISC দ্বাদশের মূল্যায়ন কী ভাবে? জানতে চাইল সুপ্রিম কোর্ট

সূত্রের খবর, পরীক্ষা নিয়ে আজ তৃতীয় দফার বৈঠকে বসেছে বিশেষজ্ঞ কমিটি৷ ছাত্রছাত্রীরা যাতে বাড়িতে বসেই পরীক্ষা দেয় তার উপরেই জোড় দেওয়া হয়েছে৷ কারণ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে দেখা গিয়েছে, পড়ুয়ারা বাড়ি থেকেই সেমিস্টার পরীক্ষাগুলি দিচ্ছেন৷ যাকে বলা হচ্ছে ওপেন বুক ইভালুয়েশন৷ সেই ধাচেই উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরাও যাতে পরীক্ষা দিতে পারে, সেই চিন্তা ভাবনা চলছে৷ সেক্ষেত্রে বাড়িতেই প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হবে৷ অনলাইনেই উত্তরপত্র আপলোড করবে পরীক্ষার্থীরা৷ সূত্রের খবর, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে ইতিমধ্যেই প্র্যাক্টিক্যাল ও প্রোজেক্ট ওয়ার্কের নম্বর জমা পড়ে গিয়েছে৷ 

অন্যদিকে মাধ্যমিকের ক্ষেত্রে পরীক্ষার বদলে বিকল্প পথে হাঁটতে চাইছে পর্যদ৷ নবম ও দশম শ্রেণির পরীক্ষার নম্বরের ভিত্তিতে এই মূল্যায়ন করার চিন্তাভাবনা করা হচ্ছে৷ ইতিমধ্যেই বিশেষজ্ঞ কমিটির কাছে সেই প্রস্তাব জমা দেওয়া হয়েছে৷ আজ বিকেলে তৃতীয় দফা বৈঠকের পরেই রাজ্যের হাতে রিপোর্ট তুলে দেওয়া হবে৷ 

কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন জুলাই মাসের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে৷ আর মাধ্যমিক হবে অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে৷ তার ভিত্তিতে গত বুধবার মধ্যশিক্ষা পর্যদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যৌথ বৈঠকে পরীক্ষার সূচি ঘোষণা করার কথা জানিয়েছিল৷ কিন্তু পরে তা স্থগিত করে দেওয়া হয়৷ পরিবর্তে ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে রাজ্য৷ এই পরিস্থিতিতে কী ভাবে পরীক্ষা নেওয়া সম্ভব, সেটাই আলোচনা করে দেখছেন তাঁরা৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =