করোনা আবহে উচ্চ মাধ্যমিকে ঢালাও নম্বর! কলেজে ভর্তি হতে হিমশিম খাচ্ছে পড়ুয়ারা

করোনা আবহে উচ্চ মাধ্যমিকে ঢালাও নম্বর! কলেজে ভর্তি হতে হিমশিম খাচ্ছে পড়ুয়ারা

 

কলকাতা: করোনা প্যান্ডেমিকের জেরে সম্পন্ন করা যায়নি উচ্চমাধ্যমিকের সমস্ত পরীক্ষা৷ বাকি থাকা বিষয়গুলিতে ভিন্ন পদ্ধতিতে নম্বর দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের৷ যার ফলে বিপুল নম্বর পেয়ে পাশ করেছে সিআইএসসিই এবং সিবিএসই-র পড়ুয়ারা৷ যার সঙ্গে টেক্কা দিয়ে উঠতে পারছে না অন্যান্য বোর্ডের মেধাবীরাও৷ 

আরও পড়ুন- বাতিল হচ্ছে নিট পরীক্ষা? সুপ্রিম রায়ে খারিজ পুনর্বিবেচনার আর্জি!

স্কটিশ চার্চ কলেজে রসায়নে ২২ জন ছাত্রছাত্রীর নাম প্রকাশ করা হয়েছে৷ তাঁদের সকলেরই প্রাপ্ত নম্বর ৪০০-র মধ্যে ৪০০৷ আবার লেডি ব্রেবোর্ন কলেজে অঙ্কে সর্বনিম্ন নম্বর হল ৯৯.১ শতাংশ৷ উচ্চ মাধ্যমিকে সর্বকালের সেরা নম্বর হয়েছে এই বছর৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজগুলিতে যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে তাতে ৯৫ শতাংশ নম্বর পেয়েও অন্য বোর্ডের মেধাবীরা ভর্তি হওয়ার সুযোগ পায়নি৷ একজন শিক্ষকের কথায়, ‘‘এই বছর অঙ্কে ১০০, রসায়নে ৯৮ এবং পদার্থবিদ্যায় ৯৫ পাওয়া একজন আইএসসি বোর্ডের পড়ুয়া স্কটিস চার্চের মেরিট লিস্টে ১০০ নম্বর স্থানে রয়েছে৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তার স্থান ১৭০ নম্বরে৷’’ এই বছর স্ট্যাটিস্টিক্স পরীক্ষা নেওয়ার সম্ভব হয়নি৷ তাই যাঁরা অঙ্কে ১০০ পেয়েছে, স্ট্যটিস্টিক্সেও তাঁদের ১০০ নম্বর দেওয়া হয়েছে৷ ওই শিক্ষক আরও বলেন, ‘‘আইএসসি বোর্ডের আরও এক পড়ুয়া অঙ্কে ৯৯, রসায়নে ৯৭ এবং পদার্থ বিদ্যায় ৯৫ পাওয়ার পরও কোনও কলেজে স্ট্যাটিস্টিক্স অনার্সে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না৷ দুই রাউন্ড ভর্তির পরও আসন অধরা৷’’

আরও পড়ুন- চলতি মাসেই খুলছে আংশিক স্কুল, মিলল কেন্দ্রের সবুজ সংকেত! স্কুল খোলার গাইডলাইন

লেডি ব্রেবোর্ন কলেজেও মেধা তালিকার সর্বনিম্ন নম্বরও অত্যন্ত বেশি৷ অন্যান্য বোর্ডের পড়ুয়ারাও যাতে ভর্তি হওয়ার সুযোগ পায়, তার জন্য নিজস্ব পদ্ধতি গ্রহণ করেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সেন্ট জেভিয়ার্স কলেজ৷ সেন্ট জেভিয়ার্সের প্রিন্সিপাল বলেন, আইএসসি বোর্ডের বিজ্ঞানের পড়ুয়ারাও বাংলা অনার্স নিয়ে ভর্তি হচ্ছে৷ ভালো ফল করার পরও বিজ্ঞান শাখায় ভর্তি হওয়ার সুযোগ পাবে কিনা, সে বিষয়ে নিশ্চিত হতে পারছে না তাঁরা৷  ৫০০-র মধ্যে ৪৭৫ নম্বর পেয়েও কলকাতার কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না বহু পড়ুয়া৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 9 =