মঙ্গলবার প্রকাশিত হবে NEET ও JEE মেইন পরীক্ষার নির্ঘণ্ট

মঙ্গলবার প্রকাশিত হবে NEET ও JEE মেইন পরীক্ষার নির্ঘণ্ট

নয়াদিল্লি: চোখ রাঙাচ্ছে করোনা৷ করোনা রুখতে তৃতীয় দফায় বর্ধিত লকডাউনের ঘোষণা করা হয়েছে৷ করোনা ঠেকাতে লকডাউনের গেরোয় থকমে শিক্ষা ব্যবস্থা৷ বন্ধ স্কুল কলেজ৷ স্থগিত একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা৷ লকডাউন কাটিয়ে উঠে কবে প্রকাশিত হবে সর্বভারতীয় মেডিক্যাস নিট ও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য জেইই মেইন পরীক্ষার নির্ঘণ্ট? সুখবর শোনাল কেন্দ্রীয় মানবমন্ত্রক৷

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আগামী মঙ্গলবার নিট, জেইই মেইনের নির্ঘণ্ট প্রকাশিত হতে পারে৷ লকডাউনের জেরে পিছিয়ে যাওয়া নিট ও জেইই মেইন পরীক্ষা৷ এবার ওই দুটি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশিত হতে পারে৷ মঙ্গলবার দিনক্ষণ ঘোষণা করবে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক, খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে৷  

লকডাউনের জেরে একাধিক পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছে৷ তার মধ্যে ছিল নিট৷ মেডিক্যালের সর্বভারতীয় পরীক্ষা নিট আজ অর্থাৎ ৩ মে পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে গিয়েছে আগেই৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আগামী মঙ্গলবার মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক নিজে দুপুর ১২টা নাগাদ অনলাইনে পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন৷ সেই বৈঠকের পর নিট পরীক্ষার নির্ঘণ্ট ও প্রকাশিত হবে৷ এই মুহূর্তে নিট পরীক্ষায় বসার জন্য ১৬ লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছিলেন৷

একই সঙ্গে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষা জেইই এপ্রিল মাসের পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে গিয়েছে৷ এই পরীক্ষার জন্য ন’লক্ষ পড়ুয়া আবেদন করেছিলেন৷ লকডাউনের জেরে যেহেতু পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছে, সেই পরীক্ষা কবে হবে তা নিয়ে কৌতূহল তৈরি হয় পড়ুয়াদের মধ্যে৷ এবার সেই সমস্ত জল্পনা কাটিয়ে আগামী মঙ্গলবার দিনক্ষণ প্রকাশ করতে পারেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী৷ ফলে আগামী মঙ্গলবার সর্বভারতীয় মেডিক্যাল ও সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পরীক্ষার দিন প্রকাশ হতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 11 =