উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই জয়েন্ট পরীক্ষার দিন ঘোষণা বোর্ডের

কলকাতা: ২০২০ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষার আগেই হবে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা৷ নজিরবিহীনভাবে আগামী বছর ফেব্রুয়ারি মাসে প্রবেশিকা পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য জয়েন এন্ট্রান্স বোর্ড৷ ইঞ্জিনিয়ারিংয়ের সর্বভারতীয় পরীক্ষার সূচির সঙ্গে সামঞ্জস্য রাখতে ও রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলির শূন্য আসন সমস্যা মেটাতে এই সিদ্ধান্ত বলে বোর্ডের তরফে জানানো হয়েছে৷ রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার পর্যালোচনায় মঙ্গলবার বিকাশ ভবনে এক

উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই জয়েন্ট পরীক্ষার দিন ঘোষণা বোর্ডের

কলকাতা: ২০২০ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষার আগেই হবে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা৷ নজিরবিহীনভাবে আগামী বছর ফেব্রুয়ারি মাসে প্রবেশিকা পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য জয়েন এন্ট্রান্স বোর্ড৷

ইঞ্জিনিয়ারিংয়ের সর্বভারতীয় পরীক্ষার সূচির সঙ্গে সামঞ্জস্য রাখতে ও রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলির শূন্য আসন সমস্যা মেটাতে এই সিদ্ধান্ত বলে বোর্ডের তরফে জানানো হয়েছে৷ রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার পর্যালোচনায় মঙ্গলবার বিকাশ ভবনে এক বৈঠক ডাকা হয়৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার ও বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা উপস্থিত ছিলেন৷ ওই বৈঠকের পর ইঞ্জিনিয়ারিং জয়েন এন্ট্রান্স পরীক্ষা এগিয়ে আনার কথা সাংবাদিকদের জানান তিনি৷ বলেন, পরিবর্তীত পরিস্থিতিতে কথা মাথায় রেখে আগামী বছর ২ ফেব্রুয়ারি পরীক্ষা হবে৷ যাতে ছাত্রছাত্রীরা গিয়ে রাজ্যের কলেজে ভর্তি হতে পারেন৷ তার জন্য এই ব্যবস্থা৷

কেননা বিগত কয়েক বছর ধরেই ইঞ্জিনিয়ারিং কলেজগুলির ছাত্রভর্তি সংখ্যা ক্রমশ তলানিতে ঠেকেছে৷ কেননা, সর্বভারতীয় জয়েন্ট, আইআইটি সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রবেশিকা পরীক্ষা অনেক আগেই হয়ে যায়৷ রাজ্যের পরীক্ষার্থীরা ওইসব পরীক্ষায় সুযোগ পেলে বাইরে প্রতিষ্ঠানে পড়তে চলে যায়৷ রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলির আসন ফাঁকা পড়ে থাকে৷ সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =