বিধিনিষেধ মেনে পড়শি রাজ্যে খুলছে স্কুল, সেই পথে যেতে নারাজ বাংলা

বিধিনিষেধ মেনে পড়শি রাজ্যে খুলছে স্কুল, সেই পথে যেতে নারাজ বাংলা

নয়াদিল্লি:  করোনা পরিস্থিতিতে ২০২০ সালের মার্চ মাস থেকে বন্ধ রয়েছে রাজ্যের স্কুল–কলেজ-বিশ্ববিদ্যালয়৷ চলতি বছর বিধি নিষেধ মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অফলাইন ক্লাস শুরু হলেও, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় তা ফের বন্ধ হয়ে যায়৷ পরিস্থিতি মোকাবিলায় স্কুল-কলেজ সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তই বহাল রেখেছে রাজ্য সরকার৷ কিন্তু এরই মধ্যে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে একাধিক রাজ্য৷ স্কুল খুলছে পড়শি বিহারেও৷ 

আরও পড়ুন- নারী শিক্ষায় নজির বাংলার, ছাত্রীর সংখ্যায় টেক্কা রাজ্যগুলিকে

গত বছর অক্টোবর মাসেই বেশ কিছু রাজ্যে স্কুল খোলা হয়েছিল৷ কিন্তু দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই তা ফের বন্ধ করে দেওয়া হয়৷ তবে দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কিছুটা কমতেই স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিল নীতিশ কুমার সরকার৷ ৫০ শতাংশ ছাত্রছাত্রী নিয়ে স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে৷ সেই সঙ্গে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন শিক্ষক-শিক্ষিকা সহ স্কুলের কর্মী ও ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে৷ নির্দিষ্ট নিয়ম মেনে স্কুল খুলছে রাজস্থানেও৷ 

অন্যদিকে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশও৷ কেন্দ্র ছাড়পত্র দিলেই শুরু হয়ে যাবে অফলাইন ক্লাস৷ একই পথে হেঁটে স্কুল খোলার চিন্তা ভাবনা করছে গুজরাত সরকার৷ ৫০ শতাংশ পড়ুয়াকে নিয়ে ১৫ জুলাই থেকে খুলে যাচ্ছে সেখানকার স্কুল ক্যাম্পাস৷ পড়ুয়াদের দুটি ভাগে ভাগ করে এক দিন অন্তর অন্তর ক্লাস করানো হবে৷ আবার দিল্লির শিক্ষমন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছেন, তিন দফায় স্কুল খোলার পরিকল্পনা রয়েছে৷ অগাস্ট থেকে ক্লাস শুরু করা সম্ভব কিনা, সে বিষয়ে চিন্তা ভাবনা করছে আমআদমি পার্টি সরকার৷ ১৬ জুলাই থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য খুলছে হরিয়ানার স্কুল৷  

আরও পড়ুন- বাংলা শিক্ষা পোর্টালে পড়ানোর ভিডিও আপলোড করায় জোর

তবে এখনই স্কুল খুলতে নারাজ উত্তরপ্রদেশ৷ রাজ্যে অনলাইন ক্লাস চালু থাকবে বলেই জানিয়েছে যোগী সরকার৷ ছাত্রদের সশরীরে ক্লাস করার বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে পারেনি উত্তরাখণ্ড৷ একইভাবে অনলাইন ক্লাস চালু রাখার পক্ষেই তেলেঙ্গানা সরকার৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =