কলকাতা: আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। আর পড়ুয়া জীবনের প্রথম বড় পরীক্ষার দামামা বেজে গেল পর্ষদের এই ঘোষণায়। কবে থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাবে পরীক্ষার্থীরা, তা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা।
আরও পড়ুন- মাধ্যমিকে অঙ্কে ভয়? পরীক্ষার খাতায় কী ভাবে উত্তর লিখতে হবে? পুরো নম্বর পাওয়ার কৌশলই বা কী?
পর্ষদ জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা। মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে তার দু’দিন আগেই অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি দিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড। কিন্তু এই কার্ডে ভুল থাকলে কী করবে পরীক্ষার্থীরা? সেটাই জানিয়ে দিয়েছে পর্ষদ। অ্যাডমিট কার্ডে তথ্যগত কোনও ভুল থাকলে তা সংশোধন করার জন্য ২০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। উল্লেখ্য, ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থীয় অবতীর্ণ হবে ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী।
” style=”border: 0px; overflow: hidden”” title=”তিন-তিনটে অ্যাপ বানিয়ে তাক লাগাল ৮ বছরের প্রসন্ন! 8-year-old Rishi Shiv Prasanna develops apps” width=”560″>
এই পরীক্ষার নিরাপত্তার বিষয় নিয়ে আগে থেকেই ভাবনা চিন্তা শুরু করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। তার জন্য ইতিমধ্যে ব্যবস্থাও নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এ বছরের মাধ্যমিক পরীক্ষা পরিচালনায় রিয়েল টাইম অ্যাপের ব্যবহার করতে চলেছে তারা। এই অ্যাপের মাধ্যমেই এবার দফতরে বসেই পরীক্ষা কেন্দ্রগুলির উপর নজরদারি চালাবে মধ্যশিক্ষা পর্ষদ৷ পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত সকলেই নিজেদের মোবাইলে অ্যাপটি ডাউনলোড করে যাবতীয় তথ্য সরাসরি পর্ষদ কর্তাদের জানাতে পারবেন।