কবে হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক ? নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কবে হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক ? নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: করোনা পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে অনিশ্চিত জীবন কাটাচ্ছে ছাত্রছাত্রীরা৷ কবে সিবিএসই, আইসিএসই, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, জয়েন্ট বা টেট হবে কেউ জানে না৷ এরই মধ্যে রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরে এই বিষয়ে বিস্তারিত ভাবে জানাবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ 

আরও পড়ুন- CBSE দ্বাদশ বোর্ড পরীক্ষার ভবিষ্যৎ কী? কী বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী?

এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হবে না৷ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে৷ পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানাবে পর্যদ৷ আর জুলাই মাসের শেষ সপ্তাহে হবে উচ্চমাধ্যমিক৷ পরীক্ষা হবে কোভিড বিধি মেনে৷ প্রত্যেকের পরীক্ষার্থীর সিট পড়বে তার নিজস্ব স্কুলে৷ ছাত্রছাত্রীরা যে স্কুলে পড়ে সেখানে সিট পড়লে তাদের সুবিধা হবে বলেই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, বাড়ির সামনে পরীক্ষা কেন্দ্র হলে যানবাহন নিয়ে সমস্যায় পড়তে হবে না পড়ুয়াদের৷ 

মুখ্যমন্ত্রী জানান, উচ্চ শিক্ষায় ভর্তি হওয়ার বিষয়টি রয়েছে বলেই উচ্চমাধ্যমিক পরীক্ষা আগে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তিনি বলেন, পরীক্ষার্থীরা সর্বভারতীয় ও আন্তর্জাতিক স্তরে যাতে অংশ নিতে পারে সেই কারণেই জুলাই মাসের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক নেওয়া হবে৷ আর মাধ্যমিক হবে অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে৷ এছাড়াও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এবার শুধুমাত্র অত্যাবশ্যকীয় বিষয়গুলির পরীক্ষা হবে৷ মুখ্যমন্ত্রী জানান, এবার ১২ লক্ষের কিছু বেশি মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে৷ আবশ্যিক বিষয় রয়েছে ৭টি৷ অতিরিক্ত বিষয় রয়েছে ৩৮ থেকে ৫৮টি৷ এই অতিরিক্ত বিষয়গুলি স্কুলের পরীক্ষার ভিত্তিতেই পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হবে৷ 

মুখ্যমন্ত্রী জানান, নিজ নিজ স্কুলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে৷ এক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা ও স্কুলের পরিকাঠামো বিচার করে সিদ্ধান্ত নেবে মধ্যশিক্ষা পর্যদ ও উচ্চ শিক্ষা পর্যদ৷ মুখ্যমন্ত্রী আরও জানান মাধ্যমিকের প্রশ্নপ্রত্র ও উত্তরপত্র বণ্টন হবে স্থানীয় থানা থেকে হবে৷ থানা দূরে হলে অন্য কোনও প্রশাসনিক ভবনে পুলিশ পাহারার ব্যবস্থা করতে হবে৷ উত্তরপত্র সংগ্রহ ও সংরক্ষণ করে রাখতে হবে সেখানেই৷ এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটি ক্ষেত্রেই ৩ ঘণ্টা পরীক্ষা হয়৷ ৩ ঘণ্টার আবশ্যিক পরীক্ষা দেড় ঘণ্টায় করা হবে৷ ৩ ঘণ্টার পরীক্ষায় যদি ১০টি প্রশ্নের উত্তর দিতে হত, দেড় ঘণ্টার পরীক্ষায় ৫টি উত্তর দিতে হবে৷  

এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে প্রায় সাড়ে ৮ লক্ষ ছাত্রছাত্রী৷ উচ্চমাধ্যমিকে আবশ্যিক বিষয় রয়েছে ১৫টি৷ অতিরিক্ত বিষয় রয়েছে ৩৭টি৷ মোট পরীক্ষার দিন হল ১৬৷ অতিরিক্ত বিষয়টি বিদ্যালয়ে পরীক্ষার ভিত্তিতে নম্বর দেওয়া হবে৷ তাহলে ১৬ দিনের পরীক্ষা ৮ দিনে শেষ করা সম্ভব হবে৷ উচ্চমাধ্যমিকেও ৩ ঘণ্টার বদলে হবে দেড় ঘণ্টা৷ তবে যে প্রশ্নপত্র তৈরি হয়ে গিয়েছে৷ তার বদল হবে না৷ এতে ছাত্রছাত্রীরা অনেক বেশি বিকল্প পাবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + seven =