কলকাতা: তীব্র দাবদাহে নাকাল দক্ষিণবঙ্গের মানুষ৷ উত্তরে বর্ষ ঢুকলেও দক্ষিণে তার দিক্ষণ্য এখনও মেলেনি৷ এই পরিস্থিতিতে পড়ুয়াদের নিয়ে উদ্বেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরিস্থিতি বিবেচনা করে সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে গরমের ছুটি আরও ১৫ দিন বাড়নোর চিন্তা ভাবনা করছে নবান্ন৷ এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে ইতিমধ্যে আলোচনাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আলোচনার ভিত্তিতেই শিক্ষা দফতর প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলে জানা গিয়েছে। মে মাসের গোড়া থেকে ১৫ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল স্কুলগুলিতে। আরও ১৫ দিন বাড়ানো হলে গোটা জুনই ছুটিতে কাটাবে পড়ুয়ারা৷
বৈশাখের তাপপ্রবাহে স্কুলে গ্রীষ্মের ছুটি শুধু এগিয়ে আনাই হয়নি, বাড়ানো হয়েছিল মেয়াদও। জ্যৈষ্ঠের প্রবল দহনে স্কুলে গরমের ছুটি আরও ১৫ দিন বাড়তে পারে বলেই ইঙ্গিত৷ গত দুই বছর অতিমারি পরিস্থিতিতে বন্ধ ছিল স্কুলের দরজা৷ সেই পরিস্থিতি কাটিয়ে স্কুল খুললেও গরমের ছুটি এগিয়ে আনা এবং তার দৈর্ঘ্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। ছুটি কমানোরও দাবিও তুলেছিল শিক্ষা মহলের একাংশ। ফের গ্রীষ্মের ছুটি বাড়ানোর সম্ভাবনার কথা শুনেই শিক্ষা শিবির থেকে শুরু করে বিভিন্ন মহল এর বিরুদ্ধে জোরালো সওয়াল করেছে। এমনকী বেলা করে স্কুল না করে সকালে স্কুল খোলার দাবিও উঠছে৷
শিক্ষা সূত্রের খবর, রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দণ্ড মহোৎসবে তীব্র গরমে প্রাণহানি এবং অনেকের অসুস্থতার খবর আসতেই পড়ুয়াদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ স্কুলের বাচ্চাদিন নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন তিনি। এমন ভয়ঙ্কর গরমে স্কুলে গেলে পড়ুয়ারা অসুবিধায় পড়বে বলেও তিনি মনে করছেন৷ তবে এর মধ্য বর্ষা ঢুকে গেলে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে৷
![](https://aajbikel.com/wp-content/uploads/2024/03/ad-728x90-1.png)