বিজ্ঞাপনে ‘বিভ্রান্তি’! ৩ লক্ষ টাকা জরিমানা এই ইউপিএসসি কোচিংকে

কলকাতা:  ভুয়ো বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে উপভোক্তা সুরক্ষা দফতরের কোপে পড়লইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি করানোই এক কোচিং সেন্টার৷ ৩ লক্ষ টাকা জরিমানা করা হল তাদের। সংস্থার পক্ষ…

IAS centre

কলকাতা:  ভুয়ো বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে উপভোক্তা সুরক্ষা দফতরের কোপে পড়লইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি করানোই এক কোচিং সেন্টার৷ ৩ লক্ষ টাকা জরিমানা করা হল তাদের। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিজ্ঞাপনের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে শ্রীরামস আইএএস সংস্থা।

উপভোক্তা সুরক্ষা মন্ত্রক, খাদ্য ও জন সরবরাহ দফতরের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ২০২২ সালের ইউপিএসসি সিএসই পরীক্ষা নিয়ে একটি বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়েছিল  দিল্লির শ্রীরামস আইএএস নামক ওই সংস্থা৷ যা ২০১৯ সালের কনজিউমার প্রোটেকশন আইনের বিরুদ্ধে গিয়েছে।

সাধরাণ, কোচিং সংস্থা এবং অনলাইন এডটেক প্ল্যাটফর্মগুলি ইচ্ছুক পড়ুয়াদের আকৃষ্ট করতে কৃতি ছাত্র-ছাত্রীদের নাম, ছবি, ব্যবহার করে থাকে। কিন্তু সেই বিজ্ঞাপনে উল্লেখ থাকে না তিনি বা তারা কোন কোর্স করেছেন, কতদিনের কোর্স করেছেন, তারও উল্লেখ থাকে না৷

 

মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, বিজ্ঞাপনে সেই ছাত্র-ছাত্রীদের বেছে নেওয়া কোর্সের উল্লেখ থাকলে উপভোক্তাদের কাছে স্বচ্ছ বার্তা পৌঁছায়৷ সেটা শ্রীরাম করেনি৷