কলকাতা: রাজ্যের প্রায় আড়াইশোর মতো বেসরকারি বিএড কলেজ কর্তৃপক্ষের অভিযোগ ছিল যে, তাঁদের কলেজের পুনর্নবীকরণের অনুমতিই দিচ্ছে না রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়৷ স্বাভাবিকভাবেই পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। এখন পরিস্থিতি আরও জটিল হল। কারণ রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয় স্পষ্ট করে দিয়েছে যে, রাজ্যের ২৫৩টি বেসরকারি বিএড কলেজের সরকারি অনুমোদন আপাতত ‘বাতিল’। কলেজগুলির অনুমোদন পুনর্নবীকরণ করা হবে না।
ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন (এনটিসিই)-এর নিয়ম মোতাবেক, বিএড কলেজগুলিতে পড়ুয়া ও শিক্ষকের নির্দিষ্ট অনুপাত রাখতে হয়। ছাত্রছাত্রীর তুলনায় কলেজে শিক্ষকের সংখ্যা কম থাকলে চলবে না। কিন্তু এইসব কলেজগুলির ক্ষেত্রে অভিযোগ, সেখানে পর্যাপ্ত শিক্ষকের অভাব রয়েছে। তাই তাদের পুনর্নবীকরণের অনুমতি দেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গে মোট ৬০০টি বেসরকারি এবং ২৪টি সরকারি বিএড কলেজ রয়েছে। বেসরকারি কলেজের মধ্যে ৩৫০টি কলেজ সমস্ত শর্ত পূরণ করায় তাদের পুনর্নবীকরণ হয়ে গিয়েছে। যারা পারেনি, তাদের অনুমতি দেওয়া হয়নি৷
জানা গিয়েছে, রাজ্যের বিআর অম্বেডকর বিএড বিশ্ববিদ্যালয়ের তরফে আগাম সতর্কবার্তা এসেছিল এই ইস্যুতে। কিন্তু বেশিরভাগ বেসরকারি কলেজগুলি সেই ব্যাপারে পাত্তাই দেয়নি। তাই এখন এই সিদ্ধান্তে শিক্ষক হতে চাওয়া হাজার হাজার ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারে।