বাবা রাজমিস্ত্রি, মা বাঁধেন বিড়ি, অভাবের সংসারে হাই মাদ্রাসায় প্রথম জঙ্গিপুরের নসিফা

বাবা রাজমিস্ত্রি, মা বাঁধেন বিড়ি, অভাবের সংসারে হাই মাদ্রাসায় প্রথম জঙ্গিপুরের নসিফা

কলকাতা: প্রকাশিত হয়েছে হাই মাদ্রাসার ফলাফল৷ প্রকাশিত হয়েছে মেধা তালিকা৷ সেই তালিকায় চমকে দিয়েছেন অভাবের সংসারে বড় হয়ে ওঠা মুর্শিদাবাদের জঙ্গিপুর মোনিরিয়া হাই মাদ্রাসার ছাত্রী নসিফা খাতুন৷ প্রাপ্ত নম্বর ৭৭১৷ এবার হাই মাদ্রাসায় প্রথম ও দ্বিতীয় স্থান ছিনিয়ে নিয়েছে বাংলার দুই ছাত্রী৷ এবার মেধা তালিকায় প্রথম থেকে দশম স্থানে রয়েছে মোট ১৩ জন পরীক্ষার্থী৷

হাই মাদ্রাসার দশম শ্রেণির পরীক্ষার মধ্যে ৮০০ মধ্যে ৭৭১ নম্বর পেয়ে প্রথম মুর্শিদাবাদের জঙ্গিপুরের নাসিফা খাতুন৷ বাবা পেশায় রাজমিস্ত্রি৷ মা বাঁধেন বিড়ি৷ অভাবের সংসারে মেয়ের সাফল্যে খুশির হাওয়া পরিবারে৷ ফল প্রকাশের পর থেকে শুভেচ্ছা জানাতে বাড়িতে হাজির বহু মানুষ৷ মালদহের বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী তামান্না ইয়াসমিন হাই মাদ্রাসার দ্বিতীয় স্থান পেয়েছেন৷ তার প্রাপ্ত নম্বর ৭৬৯৷ তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদের লালগোলা রহমতউল্লাহ হাই মাদ্রাসার ছাত্র শাহিদ আখতার৷ প্রাপ্ত নম্বর ৭৬৭৷ 

এবছর হাই মাদ্রাসার মেধা তালিকায় সব থেকে বড় চমক রয়েছে৷ মাদ্রাসা যে শুধুমাত্র মুসলিম পড়ুয়াদের জন্য, সেই প্রথা ভেঙে রাজ্যে ষষ্ঠ স্থান ছিনিয়ে নিয়েছে বীরভূমের খণ্ডগ্রাম ডিএস হাই মাদ্রাসার ছাত্র জগন্নাথ দাস৷ হাই মাদ্রাসায় এবার পরীক্ষায় বসেছিল ৫১ হাজার ১৩৬ জন পরীক্ষার্থী৷ ছাত্রীদের সংখ্যা ৩৫ হাজার ৪০১ জন৷ ছাত্র সংখ্যা মাত্র ১৫ হাজার ৭৩৫৷ পাসের হার ৮৬.১৫ শতাংশ৷

হাই মাদ্রাসার পাশাপাশি আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে৷ আলিম পরীক্ষায় প্রথম হয়েছে মুর্শিদাবাদের ছাত্র আসাদুল্লাহ আল গালিব৷ এবার আলিম পরীক্ষায় বসেছিল ৯ হাজার ২৩৩ পরীক্ষার্থী৷ ফাজিলে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ০৮১ জন৷ আলিমে পাসের হার ৮৮.৫৬ শতাংশ৷ ফাজিলে পাসের হার ৮৯.৫৬ শতাংশ৷ মাধ্যমিকের মতো মাদ্রাসার ৩টি পরীক্ষায় শহর কলকাতার কোনও পরীক্ষার্থী মেধা তালিকায় স্থান হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − seven =