হোম সেন্টারে পরীক্ষার কারণে বিশেষ নির্দেশ, উচ্চমাধ্যমিক নিয়ে কঠোর সংসদ

হোম সেন্টারে পরীক্ষার কারণে বিশেষ নির্দেশ, উচ্চমাধ্যমিক নিয়ে কঠোর সংসদ

কলকাতা: হোম সেন্টারে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে নেওয়ার জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। যেদিন যে বিষয়ের পরীক্ষা হবে সেই দিন সেই বিষয়ের সঙ্গে যুক্ত কোনও শিক্ষক বা শিক্ষিকাকে পরীক্ষার নজরদারির কাজে রাখা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। সংসদের তরফে সব জেলা বিদ্যালয় পরিদর্শক এবং প্রধান শিক্ষক, শিক্ষিকাদের এই ইস্যুতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি হোম সেন্টারে থাকা বিশেষ পর্যবেক্ষকরা যেন আবশ্যিক ভাবে সরকারি আধিকারিক হন, জেলাশাসকদের তা নিশ্চিত করতে বলা হয়েছে। উল্লেখ্য, আগামী ২ এপ্রিল থেকে রাজ্যে সাড়ে ছয় হাজারের বেশি পরীক্ষাকেন্দ্রে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে।

আরও পড়ুন: বদলে গেল উচ্চ মাধ্যমিকের সূচি, ‘ক্ষমা চেয়ে’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোট দু’বার উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি বদল হয়েছে। এর আগে একবার উচ্চ মাধ্যমিকের সূচি বদল হয়েছে জয়েন্ট পরীক্ষার জন্য। আবার ১২ এপ্রিল রাজ্যে উপনির্বাচন৷ তার আগে এবং পরে অর্থাৎ ১১ এবং ১২ এপ্রিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল। সেই প্রেক্ষিতে আবার বদলাতে হয়েছে পরীক্ষার সূচি। নতুন সূচি অনুযায়ী, ২ এপ্রিল প্রথম ভাষার পরীক্ষা, ৪ এপ্রিল দ্বিতীয় ভাষার পরীক্ষা, ৫ এপ্রিল ভোকেশনাল। এরপর আবার সেই পরীক্ষা ১৬ এপ্রিল। সেদিন অঙ্ক গ্রুপের পরীক্ষা। ১৮ তারিখ অর্থনীতি পরীক্ষা। ১৯ তারিখ কম্পিউটার সায়েন্স গ্রুপের পরীক্ষা। পরের পরীক্ষা ২০ এপ্রিল, কমার্স-ল গ্রুপ। ২২ তারিখ ফিজিক্স গ্রুপের পরীক্ষা, ২৩ তারিখ স্ট্যাটিক্সটিক্স গ্রুপ। ২৬ তারিখ কেমিস্ট্রি গ্রুপ এবং ২৭ এপ্রিল বায়োলজিকাল গ্রুপের পরীক্ষা। মাঝে ৩ দিন পরীক্ষা হবে না কারণ সেদিন জয়েন্ট মেইন পরীক্ষা থাকবে।

পরীক্ষার দিন বদলের ব্যাপারে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এই বিষয়ে রাজ্য সরকারের কিছু করার নেই। তিনি জানান, নির্বাচন কমিশন হঠাৎ ভোটের দিন ঠিক করেছে কারণ তারা সব পরীক্ষাকে গুরুত্ব দেয় না। সূচি না জেনেই ভোটের দিন ঘোষণা করে দিয়েছে তারা। বিজেপির কথায় কমিশন ভোটের দিন ঠিক করছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − seven =