প্রবেশিকা ছাড়াই স্নাতক-স্নাতকোত্তরে ভর্তি, লাগবে না আবেদন ফি

প্রবেশিকা ছাড়াই স্নাতক-স্নাতকোত্তরে ভর্তি, লাগবে না আবেদন ফি

কলকাতা:  করোনা আবহে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য এ বছর কোনও বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা হবে না৷ পরীক্ষার ফলের ভিত্তিতেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা৷ এমনকী প্যান্ডেমিক পরিস্থিতিতে ভর্তির আবেদনের জন্যেও কোনও ফি’ও নেওয়া হবে না৷ বুধবার রাজ্যের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ ওই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেই সঙ্গে চূড়ান্ত করা হয়েছে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির দিনক্ষণ৷   

আরও পড়ুন- JEE Main: হয়ে গেল বাকি ২ পরীক্ষার সূচি ঘোষণা

স্থির হয়েছে কলেজে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হবে ২ অগাস্ট৷ ওই দিন থেকে ২০ অগাস্ট পর্যন্ত খোলা থাকবে কলেজ ও বিশ্ববদ্যালয় ভিত্তিক পোর্টাল৷ ৩১ অগাস্টের মধ্যে প্রকাশিত হবে মেধা তালিকা৷ ৩০ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে কলেজগুলিকে৷ ১ অক্টোবর থেকেই শুরু হয়ে যাবে প্রথম বর্ষের ক্লাস৷ 

অন্যদিকে, স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে৷ ১৫ সেপ্টেম্বরের মধ্যে পড়ুয়াদের আবেদন করতে হবে৷ ২০ সেপ্টেম্বরের মধ্য প্রকাশিত হবে মেধা তালিকা৷ স্নাতকোত্তরে ভর্তির শেষ তারিখ ২২ অক্টোবর৷ ওই মাসের শেষ থেকেই শুরু হয়ে যাবে নতুন ক্লাস৷ এর জন্য অগ্রাধিকারের ভিত্তিতে স্নাতকের চূড়ান্ত সেমিস্টার এবং অন্তর্বর্তী সেমিস্টারের ফল ৩১ অগাস্টের মধ্যে প্রকাশ করা হবে৷ 

এদিকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা নিয়ে জটিলতা দেখা দিয়েছে৷ কারণ ইতিমধ্যেই পরীক্ষার জন্য আবেদন গ্রহণ করা হয়ে গিয়েছে৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া বলেন, ‘‘ সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে৷ এখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনস বোর্ড কী সিদ্ধান্ত নেন, তা জানার অপেক্ষা৷ কারণ তাঁরাই গত কয়েক বছর ধরে প্রবেশিকা পরীক্ষা নিচ্ছে৷ প্রবেশিকার জন্য হাজার হাজার পরীক্ষার্থী আবেদনও জানিয়েছেন৷’’ জানা গিয়েছে, এই সমস্যা সমাধানে শীঘ্রই উচ্চশিক্ষা দফতর, প্রেসিডেন্সির উপাচার্য এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা আলোচনায় বসবেন৷  

আরও পড়ুন- অনলাইন পরীক্ষায় কারসাজি-পদ্ধতির পর্দাফাঁস

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে প্রবেশিকা পরীক্ষার কথা কী ভাবে ঘোষণা করা হল সে বিষয়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনস বোর্ডের চেয়ারম্যানের কাছে তা জানতে চাওয়া হয়েছে বলেও সূত্রের খবর৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + thirteen =