মাধ্যমিক পরীক্ষা শুরুতেই বিপত্তি। বিরাট কড়াকড়ি ,নিরাপত্তা, ইন্টারনেট বন্ধ থাকার পরও প্রথম দিনের পরীক্ষা শেষ হওয়ার আগেই ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্র।
আজ মঙ্গলবার প্রথম দিনে বাংলা পরীক্ষা ছিল। অভিযোগ পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বাংলা পরীক্ষার প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কোন জেলা থেকে এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে তা অবশ্য এখনও জানা যায়নি। তবে ভাইরাল হওয়া প্রশ্নপত্রটি মাধ্যমিকের প্রশ্নপত্রের সঙ্গে মিল পাওয়া দিয়েছে।
এই প্রসঙ্গে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী জানান, গত বছরের ন্যায় এ বছরও বাংলা পরীক্ষা শেষ হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র। গতবারের থেকে আরও বেশি আঁটোসাঁটো ব্যবস্থা গ্রহণের পরও প্রশ্নপত্র বাইরে চলে আসার ঘটনা আটকানো গেল না। দেখে যেটুকু মনে হয়েছে পরীক্ষা চলাকালীন কোনভাবে মোবাইলে ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে। প্রশ্নপত্রের সাথে উত্তরপত্রের ক্রমিক নম্বর সহ অংশটিও প্রকাশ্যে এসেছে। দাবি করছি, ওই ক্রমিক নম্বর যাচাই করে প্রকৃত অপরাধীকে ধরা হোক। এবং তাঁর বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হোক। আমি মনে করি, এত বড় একটি পরীক্ষা সার্বিকভাবে সকলের আন্তরিকভাবে দায়িত্ব পালনের মধ্য দিয়েই সুসম্পন্ন হওয়া সম্ভব। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা ব্যক্তিবর্গকে আরো বেশি করে দায়িত্বশীল হতে হবে।
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সদস্য অনিমেষ হালদার বলেন, “এত কিছু করেও আটকানো গেলো না এটা অত্যন্ত দুঃখজনক। জীবনের প্রথম বড় পরীক্ষায় এভাবে প্রশ্নপত্র ফাঁস হলে শিক্ষার্থীদের মনে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে হতাশার মনোভাব তৈরি হবে। পরবর্তী পরীক্ষাগুলোর ক্ষেত্রে তাদের ওপর মানসিক চাপ তৈরি হবে। এই প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে যে বা যারা জড়িত রাজ্য প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে তদন্তের মাধ্যমে তাদের অবিলম্বে বের করা উচিত।”