পুজোর পরেই অফলাইন ক্লাস! রাজ্যে শুরু স্কুল খোলার প্রস্তুতি

পুজোর পরেই অফলাইন ক্লাস! রাজ্যে শুরু স্কুল খোলার প্রস্তুতি

কলকাতা:  পুজোর পর চলছে স্কুল খোলার প্রস্তুতি৷ কালীপুজোর মধ্যেই ক্লাসঘরগুলিকে উপযোগী করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরে৷ দীর্ঘদিন বন্ধ থাকা স্কুল ভবনগুলি মেরামতির জন্য ১০৯ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ৬ হাজার ৪৬৮টি স্কুল মেরামতির সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ 

আরও পড়ুন- পুজোর আগে ফের জ্বালানির ছ্যাঁকা, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

মঙ্গলবার রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷ স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, স্কুলগুলি মেরামতির জন্য ১০৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ স্কুল মেরামতির লক্ষ্যে সমস্ত জেলা শাসককে বার্তা পাঠানো হয়েছে যে, অবিলম্বে ক্লাসগুলো যেন পঠনপাঠনের উপযোগী করে তোলা হয়৷ শিক্ষা দফতরের কমিশনার জানিয়েছেন, কালীপুজোর আগেই  স্কুলগুলোকে ক্লাস উপযোগী করে তুলবে হবে৷ 

স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন, পুজোর পর পরিস্থিতি স্বাভাবিক থাকলে, তৃতীয় ঢেউ শুরু না হলে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে৷ তারই প্রস্তুতি শুরু করে দিল সরকার৷ প্রসঙ্গত বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছিল, স্কুলগুলি ক্লাসের উপযোগী নয়৷ কারণ দীর্ঘ দিন ধরে স্কুল বন্ধ রয়েছে৷ তার উপর আম্পান, যশের মতো ঝড় হয়েছে, বৃষ্টি-বন্যা হয়েছে, ফলে অনেক স্কুলেই ক্লাস উপযোগী নেই৷ সেই প্রেক্ষিতেই ক্লাস ঘর, টেবিল-চেয়ার-বেঞ্চ, শৌচালয় মেরামতির পাশাপাশি পানীর জলের ব্যবস্থা করার জন্য ১০৯ কোটি টাকার বেশি বরাদ্দ করা হল৷ জানা গিয়েছে, পুজোর পরেই স্কুল শিক্ষা দফতরের অধীনে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়ে যাবে৷ সেই সম্ভাবনাকে সামনে রেখে এগোচ্ছে রাজ্য সরকার৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 6 =