কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশ

কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশ

নয়াদিল্লি: কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের তরফে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে আবেদন করা হয়েছে, তাঁরা যেন অফিশিয়াল ওয়েবসাইট kvsonlineadmission.kvs.gov.in-এ গিয়ে প্রথম শ্রেণির প্রথম তালিকা দেখে নেন। এই তালিকা অন্যান্য কেন্দ্রীয় বিদ্যালয়গুলির নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে। প্রথম তালিকায় প্রকাশিত প্রার্থীরা ভর্তির পর সিট খালি থাকলে ৩০ জুন এবং ৫ জুলাই ২০২১-এর মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় তালিকা প্রকাশিত হবে। এছাড়াও স্কুল সম্পর্কিত আপডেট এসএমএস, ই-মেলে পাঠানো হবে। প্রভিশনাল সিলেক্ট লিস্ট অগ্রাধিকারের কথা মাথায় রেখে ২ জুলাই থেকে ৬ জুলাই ২০২১-এর মধ্যে প্রকাশ করা হবে। করোনার জন্য তালিকা প্রকাশের দিন প্রথমে বাতিল করা হলেও, বুধবার প্রথম তালিকা প্রকাশিত হয়েছে।

প্রথম শ্রেণিতে ভর্তির জন্য নোটিফাইড এরিয়া কাউন্সিল, মিউনিসিপালিটি, মিউনিসিপাল কর্পোরেশনের দেওয়া জন্মের সার্টিফিকেটকে প্রমাণ বলে মানা হবে৷ এছাড়াও গ্রাম পঞ্চায়েত ও মিলিটারি হাসপাতালের দেওয়া জন্মের সার্টিফিকেটও মান্যতা দেওয়া হবে। দ্বিতীয় শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া ২৫ জুন থেকে ৩০ জুন ২০২১ মধ্যে হবে।

কেভিএস ক্লাস ওয়ান অ্যাডমিশন ২০২১: ফলাফল 
স্টেপ ১- kvsonlineadmission.kvs.gov.in-এ গিয়ে দেখতে হবে।
স্টেপ ২- হোমপেজে অ্যাডমিশন সেকশনে গিয়ে পাবলিশ তালিকায় ক্লিক করতে হবে।
স্টেপ ৩- পরবর্তী পেজে গিয়ে শিক্ষার্থীর নাম রয়েছে কি না দেখে নিতে হবে।

 

অ্যাডমিশনের জন্য প্রয়োজনীয় নথি
রেজিস্ট্রেশন ফর্মে পড়ুয়ার সেলফ অ্যাটাস্টেড সহ এখনকার পাসপোর্ট সাইজের ছবি লাগবে৷
ভেরিফিকেশনের জন্য জন্ম তারিখের আসল সার্টিফিকেট প্রয়োজন।
ভেরিফিকেশনের জন্য এসসি, এসটি এবং ওবিসি ক্যাটাগরির আসল সার্টিফিকেট প্রয়োজন।
প্রয়োজন হলে ট্রান্সফার সার্টিফিকেট৷ 

 

নথির সেলফ অ্যাটাস্টেড করা ফটোকপি
১. জন্মের সার্টিফিকেট
২. বাসস্থানের ঠিকানা
৩. প্রয়োজনে সার্ভিস প্রুফ 
৪. নিয়োগ পত্র (প্রয়োজন হলে)
৫. শেষ পে স্লিপ (প্রয়োজন হলে)
৬. সন্তানের নামের কাস্ট সার্টিফিকেট (প্রয়োজন পড়লে)
৭. সন্তানের দিব্যাঙ্গ সার্টিফিকেট (প্রয়োজন পড়লে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =