পুজোর পর স্কুল খোলার ইঙ্গিত, পরিকাঠামো সংস্কারে সমীক্ষার কাজ শুরু

পুজোর পর স্কুল খোলার ইঙ্গিত, পরিকাঠামো সংস্কারে সমীক্ষার কাজ শুরু

কলকাতা: পুজোর পর স্কুল খোলার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু করোনা আবহে দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে স্কুল৷ ফলে বহু স্কুলেই ঠিকমতো রক্ষণাবেক্ষণ সম্ভব হয়নি৷ স্কুলে পঠন পাঠন শুরু করার আগে তাই  পরিকাঠামোগত সংস্কারের লক্ষ্যে সমীক্ষার কাজ শুরু করল রাজ্য সরকার৷ 

আরও পড়ুন- মঙ্গল থেকে রাজ্যে শুরু স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ, উৎসাহিত পড়ুয়ারা

স্কুল শিক্ষা দফতরের তরফে প্রতিটি জেলার বিদ্যালয় পরিদর্শকের কাছে এই সংক্রান্ত একটি ফর্ম পাঠানো হয়েছে৷ স্কুলগুলোর ক্লাসরুম, শৌচাগার, মিড ডে মিলের ঘর, পানীয় জল, বৈদ্যুতিক সরঞ্জাম সংক্রান্ত প্রতিটি বিষয়ে কতটা সংস্কারের প্রয়োজন রয়েছে তা জানতে চাওয়া হয়েছে৷ বিদ্যালয়গুলিতে স্যানিটাইজেশন এবং নিয়মিত সাফাই এর জন্যেও কত খরচ তা উল্লেখ করে দ্রুত স্কুল শিক্ষা দফতরের ই-মেল পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। 

আরও পড়ুন- উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে অপসারিত মহুয়া দাস

প্রসঙ্গত, করোনা আবহে ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে স্কুল-কলেজ৷ চলতি বছর ফেব্রুয়ারি মাসে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খোলা হয়েছিল৷ কিন্তু দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় তা ফের বন্ধ হয়ে যায়৷ পড়শি বিহার সহ বিভিন্ন রাজ্যে স্কুল খুললেও আমাদের রাজ্যে এখনও স্কুল খোলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =