রাজ্যজুড়ে স্কুল খোলার তোড়জোড়, অপেক্ষা নির্দেশ আসার

রাজ্যজুড়ে স্কুল খোলার তোড়জোড়, অপেক্ষা নির্দেশ আসার

কলকাতা: স্কুলগুলিতে জোড় কদমে চলছে ক্লাস শুরুর প্রস্তুতি। সরকারি, সরকারি মদতপুষ্ট স্কুলগুলির পাশাপাশি রাজ্যের প্রতিটি স্কুলেই শুরু হয়ে গিয়েছে অফলাইন ক্লাসের তোড়জোড়। যে কোনও সময় স্কুল খোলার নির্দেশ দিতে পারে রাজ্য সরকার৷ সেই মতো নিজেদের তৈরি রাখছে স্কুল কর্তৃপক্ষ৷ চলছে স্কুল মেরামতির কাজ৷

আরও পড়ুন- আইসিএসই ও আইএসসি পরীক্ষা স্থগিত

এই উদ্দেশে উচ্চশিক্ষা দফতরের তরফে অর্থও বরাদ্দ করা হয়েছে৷ যা বেশিরভাগ স্কুলের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে৷ তবে এখনও কিছু স্কুল টাকা হাতে পায়নি৷ গত সেপ্টেম্বরেই স্কুল-কলেজ খোলার ইঙ্গিত দিয়েছিল রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন, পুজোর পর করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে স্কুল খোলা হবে৷ প্রথম পর্যায়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে বলে জানা গিয়েছে৷ সেই পথেই এগোচ্ছে রাজ্যের স্কুলগুলি৷ অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার এ্যান্ড হেডমিসট্রেসের সভাপতি হরিদাস ঘটক বলেন, ‘‘স্কুলের পরিকাঠামো সংক্রান্ত সম্পূর্ণ রিপোর্ট আমরা পাঠিয়ে দিয়েছি৷ স্কুল বিল্ডিং মেরামত ও সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে৷ বিভিন্ন জেলার স্কুলগুলি ইতিমধ্যেই সংস্কারের কাজ শুরু করে দিয়েছে৷ আবার বেশ কয়েকটি জেলার স্কুলগুলি টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছে৷ 

রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই ১১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ কলকাতা ও শহরতলীর প্রায় ৪০০টি সরকারি ও সরকারি মদতপুষ্ট স্কুলের জন্য বরাদ্দ হয়েছে ৭ কোটি টাকা৷ কলকাতা গভর্মেন্ট স্কুলের প্রিন্সিপাল বলেন, ‘‘আমরা সরকারি সাহায্যে স্কুল বাড়ির ছাদ মেরামতির কাজ করছি৷ ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে স্কুল৷ বৃষ্টিতে স্কুলের ছাদে জল জমে যাচ্ছে এবং তা ভিতরেও ঢুকতে শুরু করেছে৷’’ এমনই পরিস্থিতি বিভিন্ন স্কুলে৷ কোথাও পানীয় জলের সমস্যা রয়েছে, কোথাও শৌচাগারের৷ কোথাও আবার ক্লাসঘরে চলছে মেরামতির কাজ৷ 
   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 9 =