হবু অধ্যাপকদের জন্য সুখবর, SET-এর প্রশ্নপত্র এবার বাংলাতেই

হবু অধ্যাপকদের জন্য সুখবর, SET-এর প্রশ্নপত্র এবার বাংলাতেই

কলকাতা:  বিভিন্ন কলেজ অধ্যাপক নিয়োগের জন্য যে স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষার নেওয়া হয়ে থাকে৷ এবার সেটের প্রশ্নপত্র হবে বাংলাতে৷ গত ২৭ বছর ধরে এই পরীক্ষার ব্যবস্থা করছে কলেজ সার্ভিস কমিশন৷ ১৯৯৪ সাল থেকে এখনও পর্যন্ত ২২ টি সেট নিয়েছে কমিশন৷ সূত্রের খবর, কমিশনের অধীনে থাকা এই পরীক্ষায় ইতিহাস, দর্শন, এডুকেশন এর মত বিষয়গুলির প্রশ্নপত্র বাংলায় করা হবে৷ উল্লেখ্য আগামী বছর ৯ জানুয়ারি সেট পরীক্ষা হবে। বর্তমানে ৩৪টি বিষয়ের উপরে এই পরীক্ষা নেওয়া হয়।

 আরও পড়ুন- বায়ুসেনায় নিয়োগের অ্যাডমিট কার্ড, রইল ডাউনলোডের পদ্ধতি

দীর্ঘ দিন ধরেই সেট পরীক্ষা বাংলায় নেওয়ার আবেদন জানাচ্ছিলেন পরীক্ষার্থীরা৷ ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷ চলছে আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া৷ কমিশন সূত্রে খবর, এই বছর সেট পরীক্ষায় আরও তিনটি বিষয় যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যারোবিক৷ কমিশনের তরফে জানানো হয়েছে দীর্ঘ দিন ধরেই অ্যারোবিককে সেটের আওতায় আনার দাবি জানানো হচ্ছিল৷ 

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষক নিয়োগে D.EL.Ed কোর্সে ভর্তি সুযোগ, উচ্চমাধ্যমিক পাস হলেই সুযোগ

অন্যদিকে সহকারী অধ্যাপক নিয়োগের জন্য প্রায় ৩২ হাজার আবেদন জমা পড়েছে৷ কমিশন সূত্রে খবর, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুরু হয়ে যাবে ইন্টারভিউ প্রক্রিয়া৷ আপাতত চলছে জমা পড়া আবেদনপত্রগুলির স্ক্রুটিনির কাজ৷ উল্লেখ্য, গত বছর সেট-এর জন্য জমা পড়েছিল প্রায় ৬৫ হাজার আবেদন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =