‘পাড়ায় শিক্ষালয়ে’র গিমিক নয়, স্কুলে চালু হোক পঠন-পাঠন, রাজ্যজুড়ে DI অফিসে ডেপুটেশন শিক্ষকদের

‘পাড়ায় শিক্ষালয়ে’র গিমিক নয়, স্কুলে চালু হোক পঠন-পাঠন, রাজ্যজুড়ে DI অফিসে ডেপুটেশন শিক্ষকদের

কলকাতা:  মাঝে কিছুদিন বাদ দিলে করোনা আবহে প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে এ রাজ্যের স্কুল-কলেজ৷ এই অবস্থায় বিভিন্ন মহল থেকে স্কুল খোলার দাবি উঠেছে৷ তাঁদের বক্তব্য, করোনা বিধিতে কিছুটা ছাড় দিয়ে রাজ্যে প্রায় সব কিছুই খোলা রয়েছে৷ তাহলে কেন বন্ধ থাকবে স্কুল? এমতাবস্থায় পাড়ায় শিক্ষালয় প্রকল্পের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী৷ যেখানে পাড়ায় পাড়ায় গিয়ে কচিকাঁচাদের পড়াবেন মাস্টারমশাই-দিদিমণিরা৷ কিন্তু এই প্রকল্পে না-খুশ শিক্ষক-শিক্ষিকাদের একাংশ৷ পাড়ায় শিক্ষালয় নয়, অবিলম্বে বিদ্যালয়ে অফলাইনে শিক্ষা চালু করতে হবে৷ এই দাবি তুলে  মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক অফিসের সামনে বিক্ষোভ দেখালেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মীরা। 

আরও পড়ুন- শ্রেণিকক্ষে পঠন-পাঠন চাই! ‘পাড়ায় শিক্ষালয়’ নাকচ করছে শিক্ষক মহল

মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (এসটিই এ)’র উদ্যোগে এদিন মানিকতলা মোড়ে অবস্থান মঞ্চ করা হয়৷ পরে সেখান থেকে মিছিল করে মাধ্যমিক ডিআই অফিসে এসে বিক্ষোভ দেখান শিক্ষকরা। পাশাপাশি ডিআই-এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপিও জমা দেন তাঁরা। এছাড়াও ‘জাতীয় শিক্ষানীতি ২০২০’ বাতিল করার দাবিতেও সোচ্চার সমিতির সদস্যরা। তাঁদের সাফ কথা, অনলাইন-দুরভাষ-টিভিতে নয়, অবিলম্বে স্কুলে অফলাইনে সমস্ত শ্রেণীর ক্লাস শুরু করতে হবে।  সেই সঙ্গে এনএসকিউএফ- এর শিক্ষকদের যাতে ছাঁটাই করা না হয়, সেই দাবিও তাঁরা তুলেছেন। 

এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন জেলা সম্পাদক স্বপন কুমার ভৌমিক, জেলা সভাপতি শুভেন্দু খাটুয়া, সোমনাথ সামন্ত, জেলা সহ-সম্পাদক বাসুদেব দাস এবং  নির্মল মন্ডল। স্বপন কুমার ভৌমিক বলেন, ‘‘বিশ্ব ব্যাঙ্ক কর্তা,বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইসিএমআর, এইমস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা অফলাইন ক্লাস চালুর পক্ষে সওয়াল করেছেন৷ কারণ করোনা শিশুদের সে ভাবে কাবু করতে পারেনি৷ অথচ সরকার সেই দাবি মানছে না৷’’ তিনি আরও বলেন, ‘‘দীর্ঘ দুই বছর স্কুলে পঠন-পাঠন বন্ধ থাকায় শিশুদের মানসিক গঠন যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি শিক্ষাদান প্রক্রিয়া নষ্ট হতে বসেছে৷ স্কুল ছুটের সংখ্যা বাড়ছে হু হু করে৷ যা আগামী দিনে সমাজকে সংকটের মধ্যে ফেলবে৷ তাই আমাদের দাবি, পাড়ায় শিক্ষালয়ের নামে গিমিক নয়, অবিলম্বে বিদ্যালয় খুলে সমস্ত শ্রেনীর পঠন-পাঠন অফলাইনে শুরু করা হোক।’’ 

অন্যদিকে, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র এক প্রেস বিবৃতিতে বলেন, “অবিলম্বে স্কুলে প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পঠন-পাঠন শুরুর দাবিতে সমিতির আহ্বানে বিভিন্ন শিক্ষক সংগঠন নানান ধরনের কর্মসূচি পালন করছেন। এসটিই-র পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, কলকাতা সহ পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় আজ শিক্ষক শিক্ষাকর্মীরা ডিআই অফিসে  বিক্ষোভ দেখান ও ডেপুটেশন দেন। সর্বত্রই আওয়াজ তোলা হয় ‘পাড়ায় শিক্ষালয়ের’ নাটক বন্ধ করে শিক্ষার্থীদের স্বার্থে স্কুলে অবিলম্বে পঠন পাঠন চালু করতে হবে৷ কর্পোরেট এবং ব্যবসায়ীদের স্বার্থবাহি জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে।”


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 13 =