চলতি মাসে অনলাইনে হবে আইআইএইচএমের অ্যাডমিশন টেস্ট

চলতি মাসে অনলাইনে হবে আইআইএইচএমের অ্যাডমিশন টেস্ট

কলকাতা: করোনা আবহেই পরবর্তী ব্যাচের শিক্ষার্থীদের জন্য আগামী ১৬ ও ১৭ জুলাই ইলেক্ট্রনিক কমন হোটেল অ্যাডমিশন টেস্ট (ইচ্যাট) নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে দেশের অন্যতম সেরা হোটেল ম্যানেজমেন্ট স্কুল আইআইএইচএম, অর্থাৎ দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট।

আগামী দিনে হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে আইআইএইচএম-এ পড়তে হলে, পড়ুয়াদের প্রত্যেককেই এই অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হতে হবে। গত বছর লকডাউনের আগে পর্যন্ত ক্যাম্পাসের মধ্যেই অফলাইনে এই পরীক্ষা নেওয়া হয়েছে। কিন্তু গত দেড় বছরে করোনা নামক অতিমারিতে অন্য সব কিছুর মতোই পাল্টে গিয়েছে পড়াশোনার ধরন৷ ফলে পরিস্থিতি অনুযায়ী আইআইএইচএমও তাদের পরীক্ষা পদ্ধতি অনলাইনেই নেবে বলে জানিয়ে দিয়েছে৷ এর নাম দেওয়া হয়েছে ইচ্যাট। এর মাধ্যমে এই বছর পড়ুয়ারা বাড়িতে বসেই অ্যাডমিশন টেস্ট দিতে পারবে।

যাঁরা পরীক্ষায় বসতে আগ্রহী, তাঁদের ইমেল করে একটি লিঙ্ক পাঠানো হবে – echat.elink.in। ওই লিঙ্কের মাধ্যমেই শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ৬০০ টাকা ফি বাবদ দিতে হবে৷ রেজিস্ট্রেশনের পর শিক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সহ পরীক্ষার দিন ও ইন্টারভিউয়ের সময় ওই রেজিস্টার্ড ইমেল আইডি মারফত পাঠিয়ে দেওয়া হবে। এই গোটা প্রক্রিয়া চলাকালীন আইআইএইচএমের অ্যাডমিশন কাউন্সিলররা পড়ুয়াদের সাহায্য করতে তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন৷ শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্য তাদের ব্যক্তিগত মোবাইল ফোন বা ল্যাপটপ ব্যবহার করতে পারবেন৷ অনলাইন পরীক্ষা দেওয়ার পর পড়ুয়াদের ভিডিও কল করে কড়া নজরদারিতে একটি ইন্টারভিউ নেওয়া হবে। এই সেশনটি পরিচালনার দায়িত্বে থাকবেন ইনস্টিটিউটের ডিরেক্টরের তত্ত্বাবধানে বাছাই করা ইন্টারভিউ প্যানেল।

আইআইএইচএমের প্রধান মেন্টর সুবর্ণ বোস জানিয়েছেন, ‘গত এক বছর করোনা পরিস্থিতিতেও আমরা সব সময়ই পড়ুয়াদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও কোর্সের আয়োজন করেছি৷ আমাদের ফ্যাকাল্টিরাও ক্লাসগুলি ঠিক মতো সময়ে নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন। এই বছরও শিক্ষার্থীদের সুবিধার্থে আবারও অনলাইনে অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − three =