কীভাবে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা? দেখুন

কীভাবে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা? দেখুন

কলকাতা: করোনা পরিস্থিতির জন্য এবারও ফাইনাল সেমিস্টার অনলাইনেই নিতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ গতবারের পর এবারও বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা অনলাইনে হওয়ার সম্ভাবনা রয়েছে৷ 

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ইতিমধ্যেই মৌখিকভাবে আলোচনা সেরে ফেলেছে কর্তৃপক্ষ৷ পরীক্ষার সূচি নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। স্নাতক স্তরের ফাইনাল সেমিস্টার অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে এবং শেষ সপ্তাহে স্নাতকোত্তরের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা হতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই কলেজগুলিতে ফর্মফিলআপের প্রক্রিয়া শুরু করার নির্দেশিকাও পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়। 

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই গত বছরও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে শিক্ষার্থীরা বাড়িতে বসেই পরীক্ষা দিয়েছিল৷ এ বছরও ঠিক একই পথ অনুসরণ করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাড়িতে বসে অনলাইনেই পরীক্ষা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রশ্নপত্র আপলোড করে দেওয়া হবে। শিক্ষার্থীরা সেই প্রশ্নপত্র ডাউনলোড করে পরীক্ষা দিয়ে আবার উত্তরপত্র ইমেল করে পাঠাবেন৷ স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা শেষ হলেই পরবর্তী স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হবে বলে খবর৷ যদিও স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে এখনও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা করেনি৷ তবে সূত্রের খবর, স্নাতক স্তরের ভর্তির ক্ষেত্রে বিভিন্ন কলেজ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, স্নাতক স্তরে ভর্তির জন্য পড়ুয়াদের কলকাতা ও শহরতলির বেশ কয়েকটি কলেজ বিষয় ভিত্তিক ইন্টারভিউ নেওয়ার পরিকল্পনা করেছে৷ ভিডিওর স্নাতকোত্তর স্তরের ভর্তি প্রক্রিয়া নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ইতিমধ্যেই আলোচনা শুরু করেছেন বলেই খবর।

এদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ও স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া নিয়ে তৎপরতা শুরু করেছে৷ করোনা আবহে ভর্তি সংক্রান্ত পদ্ধতির বিষয়ে আলোচনা করতে ইতিমধ্যেই বিভাগগুলি বৈঠকে বসতে শুরু করেছে৷ তবে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে নাকি এ নিয়ে সরকারের নির্দেশিকার অপেক্ষায় রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়! সূত্রের খবর, সরকারি নির্দেশিকার অপেক্ষায় রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 6 =