পিছিয়ে গেল UPSC-র সিভিল সার্ভিস পরীক্ষা! নতুন সূচি ঘোষণা

পিছিয়ে গেল UPSC-র সিভিল সার্ভিস পরীক্ষা! নতুন সূচি ঘোষণা

নয়াদিল্লি: মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইসিএসআই পরীক্ষা থেকে শুরু করে জয়েন্ট এন্ট্রান্স, সব পরীক্ষা পিছিয়ে গিয়েছে করোনাভাইরাস পরিস্থিতির কারণে। এবার এই একই কারণে পিছিয়ে গেল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি পরীক্ষা। আগামী ২৭ জুন এই পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু এখন জানা যাচ্ছে, আপাতত এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিমধ্যে এই ব্যাপারে পাবলিক সার্ভিস কমিশন বিবৃতি প্রকাশ করে জানিয়ে দিয়েছে যে আপাতত এই পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি অনুকূল হলে আগামী অক্টোবর মাসে পরীক্ষা সংগঠিত করা হবে। সেই প্রেক্ষিতে পরবর্তী পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে ১০ অক্টোবর। যারা এবার ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন তাদের অফিশিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশিকার জন্য। ইতিমধ্যেই একাধিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার কারণে স্বাভাবিকভাবেই পড়ুয়াদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটছে। যদিও পরীক্ষা যে পিছিয়ে যাবে তার একটা ইঙ্গিত অনেক আগে থেকেই মিলেছে কারণ দেশের সার্বিক করোনাভাইরাস পরিস্থিতি যথেষ্ট সঙ্গীন।

বেলাগাম করোনার কারণে ইতিমধ্যেই স্থগিত হয়ে গিয়েছেন জয়েন্ট এনট্রান্স এক্সামিনেশন (জেইই) মেন এপ্রিল সেসন৷ কবে নতুন করে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে, সেই অপেক্ষাতেই রয়েছেন পরীক্ষার্থীরা৷ করোনা পরিস্থিতিতেই পরীক্ষা স্থগিত করেছে ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিস অফ ইন্ডিয়া৷ ২০২১ সালের জুন মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল৷ করোনার বাড়বাড়ন্তে তা পিছিয়ে দেওয়া হয়েছে৷ আবার করোনা পরিস্থিতির কারণে আগেই পিছিয়ে গিয়েছিল মাধ্যমিক পরীক্ষা৷ মহামারী পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী ১ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল এবারের মাধ্যমিক পরীক্ষা৷ কিন্তু, করোনার দ্বিতীয় মহা-প্রলয়ের জেরে আগামী ১ জুন থেকে হচ্ছে না এবার মাধ্যমিক পরীক্ষা৷ আগামী ১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়, এমনটাই মনে করছে মাধ্যশিক্ষা পর্ষদ৷ একই কারণে পিছিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিকও। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 9 =