মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের অদৃত সরকার, পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর

পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ সকালে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এই ফল ঘোষণা করেন। তার সাথে উপস্থিত ছিলেন পর্ষদ…

WB Madhyamik Topper 2025

পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ সকালে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এই ফল ঘোষণা করেন। তার সাথে উপস্থিত ছিলেন পর্ষদ সচিবও।

এবারের মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। এরপর যথাক্রমে কালিম্পং, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর জেলা রয়েছে। পর্ষদ সভাপতি জানিয়েছেন, এ বছর প্রথম দশে ৬৬ জন ছাত্রছাত্রী জায়গা পেয়েছে, তবে শীর্ষস্থান দখল করেছেন একমাত্র অদৃত সরকার।

শীর্ষ স্থান দখল করেছেন অদৃত সরকার WB Madhyamik Topper 2025

এ বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফলে প্রথম স্থান দখল করেছেন রায়গঞ্জের অদৃত সরকার। ৬৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন দু’জন শিক্ষার্থী— মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস এবং বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল, দু’জনেই ৬৯৪ নম্বর পেয়েছেন।

তৃতীয় স্থানে আছেন কোতুলপুর সরোজবাসিনী স্কুলের ইশানী চক্রবর্তী ও কাঁথি হাইস্কুলের সুপ্রতিক মান্না, তাদের প্রাপ্ত নম্বর ৬৯২।

এছাড়াও চতুর্থ স্থানে রয়েছেন মহঃ সেলিম (নিরোল উচ্চ বিদ্যালয়) ও সুপ্রতীক মান্না (কন্টাই মডেল ইনস্টিটিউট)। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯২।

পঞ্চম স্থান দখল করেছে সিনচান নন্দী। গৌরহাটি হরদাস ইনস্টিটিউটের পড়ুয়া। প্রাপ্ত নম্বর ৬৯১। এছাড়াও পঞ্চম স্থানে রয়েছে চৌধুরী মহঃ আসিফ। কামারপুকুর আর.কে.মিশন মাল্টিপারপাস স্কুলের শিক্ষার্থী৷ ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশনের ছাত্র দীপ্তজিৎ ঘোষ এবং নরেন্দ্রপুর আর কে মিশন বিদ্যালয়ের ছাতের সোমতীর্থ করণ। সকলেরই প্রাপ্ত নম্বর ৬৯১।

ফলাফল প্রকাশ ও মার্কশিট বিতরণ WB Madhyamik Topper 2025

ফল ঘোষণা হওয়ার পরপরই সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পর্ষদের ওয়েবসাইট ছাড়াও বেশ কয়েকটি মোবাইল অ্যাপ মারফত পরীক্ষার্থীরা ফল জানতে পারছেন। এর পর ১০টা থেকে ক্যাম্প অফিসগুলোতে স্কুলগুলির জন্য মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা শুরু হয়েছে।

এবারের মাধ্যমিক পরীক্ষা ও পরিসংখ্যান

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা ১০ ফেব্রুয়ারি শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি শেষ হয়েছিল। ২,৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ৯,৮৪,৭৫৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রদের সংখ্যা ৪,২৮,৮০৩ এবং ছাত্রীদের সংখ্যা ৫,৫৫,৯৫০। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ৬৫ হাজার বেশি।

মোবাইল নিষেধাজ্ঞা ও পরীক্ষা বাতিল

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষা চলাকালীন মোবাইল বা অন্য ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ২০২৪ সালে যেখানে ১৪৫ জনের পরীক্ষা বাতিল হয়েছিল, সেখানে চলতি বছরে সেই সংখ্যা মাত্র ১৯ জন।

Education: West Bengal Madhyamik (Class 10) results announced! Adrit Sarkar of Raiganj tops with 696 marks. East Medinipur leads districts in pass rate. Check details of toppers and district-wise performance.