কলকাতা: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জট কাটিয়ে শুরু হচ্ছে কলেজ ভর্তির প্রক্রিয়া। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেন, আগামী বুধবার, ১৮ জুন সকাল ১০টা থেকে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আবেদন চলবে ১ জুলাই পর্যন্ত।
কীভাবে আবেদন করবেন?
- প্রথমে পোর্টালে গিয়ে সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশনের পর ইউজারনেম ও পাসওয়ার্ড পাওয়া যাবে, যা দিয়ে লগ ইন করে আবেদন প্রক্রিয়া চালানো যাবে।
- একাধিক বিষয়ে এবং সর্বাধিক ২৫টি কলেজে আবেদন করার সুযোগ থাকবে।
- আবেদন চলাকালীন সময়ের মধ্যে পছন্দের বিষয় বা কলেজ বদল করা যাবে।
ভর্তির প্রক্রিয়া West Bengal College Admission
- আবেদনের পর নির্দিষ্ট সময়ে সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশ করা হবে।
- মেধা তালিকা অনুযায়ী কলেজ ও বিষয়ের আসন বণ্টন হবে।
- পোর্টালের মাধ্যমেই অনলাইনে ফি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করা যাবে।
- প্রভিশনাল অ্যাডমিশনের জন্য সশরীরে কলেজে হাজিরা দেওয়ার দরকার নেই।
প্রযুক্তির ছোঁয়ায় সুবিধা
এবারের ভর্তিতে শিক্ষার্থীদের জন্য থাকছে প্রযুক্তিগত নানা সুবিধা। পোর্টালে সংযুক্ত করা হয়েছে AI চ্যাটবট ‘বীণা’, যা যেকোনো সময় শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেবে ও গাইড করবে। আবেদনকারীরা এসএমএস ও ইমেলের মাধ্যমে ভর্তির যাবতীয় আপডেট পেয়ে যাবেন। অ্যাডমিশন ফি জমার সময় গেটওয়ে চার্জ দেবে সরকার, যাতে বাড়তি খরচ না হয়।
ওবিসি সংরক্ষণ জট কিভাবে কাটল?
রাজ্যের কলেজভর্তিতে ওবিসি সংরক্ষণ তালিকা নিয়ে আদালতের নির্দেশে কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল। সেই জট শেষ পর্যন্ত কাটানো সম্ভব হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। এরপরই তড়িঘড়ি ভর্তি প্রক্রিয়া শুরুর ঘোষণা করা হয়েছে। শিক্ষামন্ত্রী আশ্বাস দেন, শিক্ষার্থীদের সুবিধা ও স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি ধাপে নজর রাখবে শিক্ষা দফতর।
Education: West Bengal college admissions for 2024 begin June 18 via a new online portal, resolving OBC reservation issues. Education Minister Bratya Basu announced the system, featuring an AI chatbot ‘Beena’ and online fee payments with no gateway charges. Apply by July 1!