কলকাতা: বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতের বিশ্ববিদ্যালয়গুলি এবারেও বড় রকমের চমক দিয়েছে। সম্মান আরও বাড়িয়েছে কলকাতার দুই বিশ্ববিদ্যালয়ও। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। কিন্তু বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা পেয়েছে IISC ব্যাঙ্গালোর। এটিই সেরা গবেষণা বিশ্ববিদ্যালয় নির্বাচিত হয়েছে। কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৩-এ সর্বোচ্চ র্যাঙ্ক করেছে এটি।
আরও পড়ুন- অনলাইনেই পরীক্ষার দাবি, ফের আন্দোলনে কলকাতার পড়ুয়ারা
কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-এর শীর্ষ ২০০টির মধ্যে থাকা IISC ব্যাঙ্গালোর দক্ষিণ এশিয়ার দ্রুততম উন্নত বিশ্ববিদ্যালয়। গবেষণা বিশ্ববিদ্যালয়ের মেট্রিকে ১০০/১০০ স্কোর করেছে এটি। বিশ্বের মধ্যে IISC-র স্থান ১৫৫ নম্বরে। IIT-বম্বে এবং IIT-দিল্লি যথাক্রমে ১৭২ এবং ১৭৪ র্যাঙ্কে রয়েছে। অন্যদিকে বিশ্বের মধ্যে IIT খড়গপুর রয়েছে ২৮০ নম্বর স্থানে। যাদবপুর বিশ্ববিদ্যালয় আছে ৬৫১-৭০০-র মধ্যে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে ৮০১-১০০০ র্যাঙ্কের মধ্যে। বিশ্বের সেরা ১ হাজারটি প্রতিষ্ঠানের মধ্যে ভারতের মোট ২৭ টি প্রতিষ্ঠান রয়েছে। তুলনামুলকভাবে ভারত যে আগের থেকে ভালো করেছে তা বলাই যায় কারণ গত বছর এই সংখ্যাটা ছিল ২২।
