কলকাতা: কোভিড পরিস্থিতি কাটিয়ে দু’বছর পর ফের শুরু হয়েছে অফলাইন উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ কিন্তু, প্রথমে সময়সূচি নিয়ে টানাপোড়েন৷ আর এবার প্রশ্নপত্র বিভ্রাট৷ উচ্চমাধ্যমিকের বাংলার প্রশ্নপত্রে ভুল ভ্রান্তির অভিযোগ তুললেন পরীক্ষার্থীরা৷ নম্বরের প্রশ্নের মান নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছেন পড়ুয়ারা৷
আরও পড়ুন- আজ শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক, শেষ মুহূর্তের প্রস্তুতি স্কুলে, সতর্ক সংসদ
এবার উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় একটি প্রশ্নে ‘ডাওর’ শব্দের অর্থ জানতে চাওয়া হয়েছিল৷ সেখানে ৪টি বিকল্প দেওয়া ছিল৷ কিন্তু এর মধ্যে সঠিক উত্তরটি ছিল না বলেই অভিযোগ৷ অপশন দেওয়া হয়েছিল ভদ্রলোক, ছোটলোক, শহরের লোক এবং গ্রামের লোক৷ কিন্তু, এর কোনওটাই এই প্রশ্নের উত্তর নয়৷ লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের ‘ভারতবর্ষ’ গল্প থেকে ‘ডাওর’ শব্দটি নেওয়া হয়৷ ওই গল্প থেকে জানা যায় রাঢ় বাংলায় ‘ছোটলোকেরা’ শীতকালীন বৃষ্টিকে ‘ডাওর’ বলে থাকেন। তাই উত্তর হওয়ার কথা ছিল ‘শীতকালীন বৃষ্টি’। কিন্তু, সেই অপশানটাই খুঁজে পেলেন না পরীক্ষার্থীরা৷ শিক্ষাবিদ পবিত্র সরকারের বক্তব্য, প্রশ্নপত্রে ‘ছোটলোক’ শব্দটিই রাখাই উচিত হয়নি৷ কারণ, আজকের গণতান্ত্রিক পরিবেশে এই শব্দ গ্রহণীয় নয়৷
এছাড়াও প্রশ্নপত্রে ‘বর্ধমানে কোন গান বেআইনি’ বলে একটি প্রশ্ন করা হয়৷ এই প্রশ্নের কোনও উত্তরই তাঁদের জানা নেই বলে অধিকাংশ পড়ুয়ার দাবি। উচ্চমাধ্যমিকের প্রশ্ন বিভ্রাট নিয়ে শোরগোল পড়েছে সংসদের অন্দরেও। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বলা হয়েছে, এটা অনিচ্ছাকৃত ভুল৷ যদি কোনও পরীক্ষার্থী সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, তাহলে তাঁরা সম্পূর্ণ নম্বর পাবেন। যদিও প্রশ্নপত্র ভুলের ক্ষেত্রে এমনই পদক্ষেপ করা হয়ে থাকে৷ এটাই দস্তুর৷ যদিও, আনুষ্ঠানিক ভাবে প্রশ্ন-বিভ্রাট নিয়ে সংসদের তরফে কোনও মন্তব্য করা হয়নি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>