কলকাতা: সদ্য সাত পাকে বাধা পড়েছেন তাঁরা৷ এর পর থেকেই চর্চায় টলিউডের এই সেলেব জুটি৷ তাঁদের নিয়ে বিস্তর আলোচনা হলেও, সে সবে নজর নেই কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী শ্রীময়ী নট্টরাজের৷ কোনও সমালোচনাতেই তাঁরা আমল দিতে নারাজ৷ চুটিয়ে উপভোগ করছেন বিবাহিত জীবন৷ হানিমুনের ছবি থেকে নতুন বাড়ির আনাচ-কানাচ, নানা মুহূর্ত ফ্রেমবন্দি করে পোস্ট করেছেন শ্রীময়ী। তবে তাঁদের বেডরুমকে এতদিন আড়ালেই রেখেছিলেন তিনি৷ এবার সেই সিক্রেটও ফাঁস করে দিলেন অভিনেত্রী৷ (Kanchan Mallik Srimoyee Nattoraj married life)
বেডরুমের ছবি শেয়ার
বুধবার রাতে শ্রীময়ী যে পোস্টটি করেছেন, তা দেখে কিছুটা হলেও এই সেলেব জুটির বেডরুমের অন্দরের সাজসজ্জার আন্দাজ মিলেছে৷ কেমন ভাবে সাজিয়েছেন নিজেদের ঘরটাকে? ভোর ৩টের সময় এই ভিডিয়োটি করেছেন শ্রীময়ী। রাত শেষ হতে চললেও, স্বামী-স্ত্রীর চোখে তখনও ঘুম নেই। শ্রীময়ীর ইনস্টাগ্রাম স্টোরির ভিডিয়োতে দেখা যাচ্ছে খাটে বসে রেয়েছেন কাঞ্চন৷ এক মনে ফোন ঘাঁটছেন তিনি। আর নিজের মনে ভিডিয়ো করে চলেছেন শ্রীময়ী। নিজের স্বপ্নের ঘর ঘুরিয়ে দেখাচ্ছেন সকলকে। সেখানেই দেখা গেল রিসেপশনের একটি বড় ছবি বাঁধিয়ে রাখা৷ যা নজর কেড়েছে সকলেরই৷
আরও পড়ুন-
ছাদ থেকে ঝাঁপ! মালাইকার বাবার আত্মহত্যা
যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের গল্পে টুইস্ট!
Entertainment-Tollywood stars Kanchan Mallik and Srimoyee Nattoraj share glimpses of their married life, honeymoon, and bedroom decor. From honeymoon photos to their dream home’s decor, get an inside look at their private moments. Discover their journey and secrets revealed.