রুদ্রনীলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক! ৭০ হাজার টাকায় বিক্রির চেষ্টার অভিযোগ

রুদ্রনীলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক! ৭০ হাজার টাকায় বিক্রির চেষ্টার অভিযোগ

 

কলকাতা: এবার হ্যাকারদের কবলে অভিনেতা রুদ্রনীল ঘোষের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সোশ্যাল মিডিয়াতে নিজেই এখবর জানিয়েছেন অভিনেতা। ফেসবুকে তিনি লেখেন, বুধবার দুপুর থেকেই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সাইবার অপরাধীদের হেফাজতে। এই বিষয়ে তিনি পুলিশে অভিযোগ জানিয়েছেন। ৭০ হাজার টাকার বিনিময়ে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি বিক্রির চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

রুদ্রনীল ঘোষ ফেসবুকে লেখেন, ‘আজ দুপুরে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায়। ব্লু টিক ভেরিয়ায়েড অ্যাকাউন্টটি ৭০ হাজার টাকার বিনিময়ে বিক্রির চেষ্টা করা হচ্ছে। সূত্র মারফৎ খবর পেলাম এবং ছবিও পেলাম। দেখা যাক কী হয়।’ নিজের ফেসবুক পেজে রুদ্রনীল ঘোষ লেখেন, ‘আপনারা নিজের প্রোফাইল নিয়ে সতর্ক থাকুন। আজানা লিঙ্কে ক্লিক করবেন না।’

সাইবার অপরাধীরা রুদ্রনীল ঘোষের প্রোফাইল হ্যাক করার পর কী বদল আনল?  এই প্রসঙ্গে অভিনেতার দাবি টাকার বিনিময়ে এই প্রোফাইলটি বিক্রির চেষ্টা করা হচ্ছে। তারসঙ্গে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর একটি ছবি সাইবার অপরাধীরা আপলোড করেছে। পাশাপাশি স্বস্তিক সঙ্কেত সিনেমায় রুদ্রনীলের একটি ছবি আপলোড করা হয়েছে। অভিনেতা জানিয়েছেন, বুধবার দুপুর তিনটের পর থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি তাঁর নিয়ন্ত্রণে নেই। তিনি ওই অ্যাকাউন্ট থেকে পোস্ট বা শেয়ার করছেন না। তবে অ্যাকাউন্টটি নিজের নিয়ন্ত্রণে এলে তিনি জানাবেন।

তিনি জানিয়েছেন, একজন শিল্পী তাঁক নিজের হাতে আঁকা একটি ছবি উপহার দিয়েছিলেন। সেই ছবিটি শেষ তিনি পোস্ট করেছিলেন। তবে তিনি আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনও ছবি বা স্বস্তিক সঙ্কেতের কোনও ছবি পোস্ট করেননি বলেও জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়া এখন মানুষের জীবনে অঙ্গ হয়ে উঠেছে। সেখানে অনেক সময় ব্যক্তিগত অনেক তথ্য শেয়ার করা হয়। কিন্তু মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়া হ্যাক হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে। লালবাজার এই বিষয়ে নিয়মিত সচেতনামূলক প্রচার চালাচ্ছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। সতর্ক থাকতে হবে। অচেনা কোনও লিঙ্কে ক্লিক করা উচিৎ নয়। আর সন্দেহভাজন কিছু দেখলেই পুলিশের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *