মুম্বই: বর্তমানে অন্যতম জনপ্রিয় ও চর্চিত অভিনেত্রী সারা আলি খান। কয়েক বছর আগেই ইন্ডাস্ট্রিতে পা রাখলেও এরমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন। তবে শুধু অভিনয় নয়, এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভ থাকতে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে তিনি কিছু না কিছু পোস্ট করতে থাকেন। কখনও তিনি মালদ্বীপে ছুটি কাটানোর ছবি দেন তো কখনও তিনি যোগার ছবি দেন। এছাড়া নিত্যনতুন ফটোশুট তো রয়েছেই। কখনও আবার তিনি ভাই ইব্রাহিম ও মা অমৃতা সিংয়ের সঙ্গে রিল করেন। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সারা আলি খান। যার জেরে তিনি নেটিজেনদের আলোচনার কেন্দ্রে চলে এসেছেন।
সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করেছেন সারা আলি খান। অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে দেখতে পাওয়া যায় ‘সুমন্দর মে নাহাকে’ গানে নাচ করছেন। এই ভিডিও এক প্রকার ভাইরাল হয়ে গিয়েছে। সারা আলি খানকে ভিডিওতে দেখা যাচ্ছে তাঁর হেয়ার ড্রেসারের সঙ্গে তাল মিলিয়ে চুটিয়ে নাচ করছেন। ধূসর রঙের ফ্রকে নাচছেন সারা ও স্যাঙ্কি। এই নাচটি নেচে নেট দুনিয়ায় অভিনেত্রী শোরগোল ফেলে দিয়েছেন।
ভিডিও-র ক্যাপশানে সারা লেখেন, ‘নমক মে চমক, ঠুমক ঠুমক’। বহু মানুষ এই ভিডিওটি দেখেছেন। পাশাপাশি প্রশ্ন করছেন, কে এই যুবক। আবার কেউ বলছেন, এত নোনতা হয়ে যেও না। একের পর এক কমেন্টে ভরে গিয়েছে অভিনেত্রীর ইনস্টাগ্রাম। তবে বেশিরভাগই দুষ্টুমিতে ভরা কমেন্ট। সদ্যই সারার ‘আতরঙ্গি রে’ ছবিটি মুক্তি পেয়েছে। ইতিমধ্যে দর্শকরা সিনেমাটি বেশ পছন্দ করেছেন। কিছুদিন আগে পর্যন্ত তিনি ভিকি কৌশলের সঙ্গে ‘লুকাছুপি ২’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। এই সিনেমার অনেকটা অংশ মধ্যপ্রদেশের ইন্দোরে শুট হয়েছে।